200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy Ultra স্মার্টফোনে দেদার ছাড়, Amazon সেলে মিলবে ধামাকা অফার

200 মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung Galaxy Ultra স্মার্টফোনে দেদার ছাড়, Amazon সেলে মিলবে ধামাকা অফার

Samsung Galaxy S24 Ultra স্মার্টফোন যদি কেনার কথা ভাবছেন তবে এখনই দারুন সুযোগ। স্যামসাং এর এই ফ্ল্যাগশিপ ফোনটি লঞ্চ দাম থেকে অর্ধেক দামে পাওয়া যাবে। আসলে Amazon সাইটে 12 জুলাই থেকে শুরু হবে Prime Day Sale, যেখানে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনের দাম ব্যাপকভাবে কমে যাবে। সেল শুরু হওয়ার আগেই এই ফোনে পাওয়া ডিল প্রকাশ করে দেওয়া হয়েছে। আসুন জেনে নেওয়া যাক গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি কত টাকা সস্তায় কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy S24 Ultra ফোনের দাম কত এবং অফার কী

স্যামসাং এর এই ফোন 1,29,999 টাকার শুরু দামে লঞ্চ হয়েছিল। এই ফোনটি তিনটি স্টোরেজ ভ্যারিয়্যান্ট 12GB RAM+256GB, 12GB RAM+512GB এবং 12GB RAM+1TB স্টোরেজ অপশনে আসে। অ্যামাজন প্রাইম ডে সেলে এই ফোনে ব্যাঙ্ক ডিসকাউন্টও পাওয়া যাবে।

আরও পড়ুন: OnePlus Nord 5 এবং Nord CE 5 ভারতে লঞ্চ, 7100mAh ব্যাটারি সহ রয়েছে পাওয়ারফুল Snapdragon প্রসেসর, জানুন দাম কত

Samsung Galaxy S24 Ultra to Be Available with massive discount

ছাড়ের পর এই ফোন 74,999 টাকা দামে কেনা যাবে। এছাড়া ফোনের সাথে 60,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাওয়া যাবে। স্যামসাংয়ের এই ফ্ল্যাগশিপ ফোনটি টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম গ্রে, টাইটানিয়াম ইয়েলো এবং টাইটানিয়াম ভায়োলেট রঙে পাওয়া যাচ্ছে।

গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনের স্পেসিফিকেশন কী রয়েছে

ফিচারের কথা বললে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনটি 6.8-ইঞ্চির QHD+ AMOLED 2X ডিসপ্লে দেওয়া। এই স্মার্টফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে। ফোনে 12GB RAM এবং 1TB স্টোরেজ অফার করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে গ্যালাক্সি এস২৪ আল্ট্রা ফোনে 200 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া। সাথে 50 মেগাপিক্সেল টেলিফটো, 12 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড এবং 10 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে।

পাওয়ার দিতে ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 45W ওয়্যারড এবং 15W ওয়্যারলেস ফাস্ট চার্জিং ফিচার পাওয়া যাবে।

আরও পড়ুন: 5000 টাকা পর্যন্ত সস্তায় পাওয়া যাচ্ছে 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ OPPO Reno 14 Series স্মার্টফোন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo