Flipkart সাইটে চলছে ধামাকা সেল। 1 জুলাই থেকে 5 জুলাই পর্যন্ত চলা এই সেলে Motorola 5G ফোনটি 10 হাজার টাকার কম দামে বাড়ি নিয়ে আসতে পারেন। মোটোরোলার এই ফোনটি গত বছর ভারতে লঞ্চ করা হয়েছিল। আমরা কথা বলছি Moto G45 5G ফোনের। মোটো জি৪৫ ৫জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল ক্যামেরা, 5000mAh ব্যাটারি, 8GB RAM মতো দুর্দান্ত ফিচার। ফ্লিপকার্ট সেলে এই ফোনটি দেদার ছাড়ে বিক্রি হচ্ছে।
Survey
✅ Thank you for completing the survey!
ভারতে Motorola G45 5G ফোনের দাম কত
দামের কথা বললে, ফ্লিপকার্টে শুরু হয়েছে Big Bachat Dhamaal Sale, যেখানে মোটোরোলা জি৪৫ ৫জি ফোনটি 11,999 টাকায় লিস্ট করা। তবে ফোনটি 14,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। যার মানে ফোনে 3000 টাকার প্রাইস কট করা হয়েছে।
এছাড়া ফোনের কেনার কাটায় 5 শতাংশ ক্যাশব্যাক এবং 10,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পাওয়া যাবে।
মোটোরোলা জি৪৫ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, মোটোরোলা জি৪৫ ৫জি ফোনটি 6.5-ইঞ্চির বড় HD+ ডিসপ্লে সহ আসে। ফোনে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া। প্রসেসর হিসেবে মটোরোলা জি৪৫ ৫জি ফোনটি Qualcomm Snapdragon 6s Gen 3 চিপসেটে কাজ করে। এটি 8GB RAM এবং 128GB স্টোরেজ সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। মোটো ফোনে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা পাওয়া যাবে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য ফোনে রয়েছে 16 মেগাপিক্সেল ক্যামেরা।
পাওয়ার দিতে এটি 5000mAh ব্যাটারি এবং 20W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile