অবেশেষে ভারতে লঞ্চ হল 50 মেগাপিক্সেল হাই-রেজ সেলফি ক্যামেরা সহ Nothing Phone 3, জানুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন

HIGHLIGHTS

নাথিং অবশেষে ভারতে তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করেছে

গ্রাহকরা প্রিবুকিংয়ে Nothing Ear TWS ইয়ারফোন ফ্রি পাবেন

নাথিং ফোন ৩ তে Snapdragon 8S Gen 4 প্রসেসর, 50MP Periscope ক্যামেরা এবং 50MP সেলফি ক্যামেরা মতো ফিচার রয়েছে

অবেশেষে ভারতে লঞ্চ হল 50 মেগাপিক্সেল হাই-রেজ সেলফি ক্যামেরা সহ Nothing Phone 3, জানুন ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দাম এবং স্পেসিফিকেশন

নাথিং অবশেষে ভারতে তার ফ্ল্যাগশিপ স্মার্টফোন Nothing Phone 3 লঞ্চ করেছে। লঞ্চের সাথে নতুন নাথিং ফোন ৩ তে একাদিক বড় আপগ্রেড নিয়ে আসা হয়েছে। ডিজাইনে বড় পরিবর্তনের পাশাপাশি সবচেয়ে পুরনো Glyph Interface কে সরিয়ে নতুন Glyph Matrix নিয়ে এসেছে কোম্পানি। এছাড়া নাথিং ফোন ৩ তে Snapdragon 8S Gen 4 প্রসেসর, 16GB RAM সহ 50 মেগাপিক্সেল Periscope ক্যামেরা এবং 50 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা মতো ফিচার রয়েছে। আসুন জেনে নেওয়া যাক নাথিং ফোন ৩ এর দাম এবং বাকি স্পেসিফিকেশন কী রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Nothing Phone 3 এর দাম কত এবং বিক্রি কবে

দামের কথা বললে, নাথিং ফোন ৩ দুটি ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। নাথিং ফোন ৩ এর বেস মডেল 12GB+256GB স্টোরেজ মডেলের দাম ভারতে 79,999 টাকা রাখা হয়েছে। তবে টপ মডেলটি 16GB + 512GB মডেলের দাম 89,999 টাকা রাখা হয়েছে। ফোনটি সাদা এবং কালো রঙের বিকল্পে কেনা যাবে।

আরও পড়ুন: Netflix এ এবার উপভোগ করুন মহাকাশের অজানা রহস্য থেকে শুরু করে রকেট লঞ্চের লাইভ স্ট্রিমিং, Nasa এর ঘোষণা

Nothing Phone 3 launched in India

কোম্পানির অনুযায়ী, নতুন নাথিং ফোন ৩ এর বিক্রি 15 জুলাই থেকে Flipkart, বিজয় সেল্স, ক্রোমা এবং বাকি রিটেল স্টোর থেকে শুরু হবে। প্রি-বুকিং শুরু করে দিয়েছে এবং যেই গ্রাহকরা প্রিবুক করবেন তারা Nothing Ear TWS ইয়ারফোন ফ্রি পাবেন।

নাথিং ফোন ৩ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, নাথিং ফোন ৩ ডিভাইসে 6.67-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে কোয়ালকম Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে, যা 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজ সহ পেয়ার করা।

ফটোগ্রাফির ক্ষেত্রে নাথিং ফোন ৩ এর রিয়ারে তিনটি 50 মেগাপিক্সেল ক্যামেরা সহ সিস্টাম রয়েছে যা OIS সাপোর্ট করে। এটি 3x অপটিকাল জুম সহ পেরিস্কোপ টেলিফটো এবং একটি আল্ট্রা ওয়াইড লেন্স রয়েছে। ফ্রন্টে 50 মেগাপিক্সেল হাই-রেজ সেলফি ক্যামেরা দেওয়া।

পাওয়ার দিতে নাথিং ফোন ৩ তে থাকছে 5500mAh ব্যাটারি যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। কোম্পানির অনুযায়ী, এটি মাত্র 54 মিনিটে O থেকে 100 শতাংশ চার্জ করতে পারে। এছাড়া 15W ওয়্যারলেস চার্জিং, 7.5W রির্ভাস ওয়্যারড এবং 5W রির্ভাস ওয়্যারলেস চার্জিংও রয়েছে।

আরও পড়ুন: Vivo T4 Lite 5G Sale: 10 হাজার টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ ভিভো ৫জি ফোনের আজ সেল, জানুন অফার কী

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo