7550mAh বড় ব্যাটারি সহ Poco F7 5G স্মাার্টফোনের বিক্রি 1 জুলাই থেকে শুরু, জানুন দাম কত

HIGHLIGHTS

পোকো সম্প্রতি ভারতে POCO F7 5G লঞ্চ করেছে

পোকো এফ৭ ফোনের বিক্রি 1 জুলাই থেকে শুরু হবে

পোকো এফ৭ ফোনের বিশেষত্ব হল 7550mAh এর সবচেয়ে বড় ব্যাটারি

7550mAh বড় ব্যাটারি সহ Poco F7 5G স্মাার্টফোনের বিক্রি 1 জুলাই থেকে শুরু, জানুন দাম কত

পোকো সম্প্রতি ভারতে POCO F7 5G লঞ্চ করেছে। পোকো এফ৭ স্মার্টফোনটি 24 জুন ভারতে আনা হয়েছে। তবে পোকো এফ৭ ফোনের বিক্রি 1 জুলাই থেকে শুরু হবে। পোকো এফ৭ ফোনের বিশেষত্ব হল তার সবচেয়ে বড় ব্যাটারি যা 7550mAh সাপোর্ট সহ আসে। আসুন জেনে নেওয়া যাক পোকো এফ৭ ফোনের দাম, স্পেসিফিকেশন এবং অফার সম্পর্কে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে POCO F7 5G স্মার্টফোনের দাম কত

দামের কথা বললে, পোকো এফ৭ ফোনের 12GB RAM+256GB স্টোরেজের দাম 31,999 টাকা রাখা হয়েছে। এছাড়া ফোনের 12GB+512GB মডেলটি 33,999 টাকায় বিক্রি হবে। পোকো এফ৭ ফোনটি ফ্রন্স হোয়াইট, সাইবার সিলভার এডিশন এবং ফ্যান্টম ব্ল্যাক কালার অপশনে কেনা যাবে।

আরও পড়ুন: Thomson লঞ্চ করল 43 ইঞ্চি QLED TV, 50W সাউন্ড সহ রয়েছে দুর্দান্ত ফিচার, জানুন দাম কত

বিক্রি 1 জুলাই থেকে করা হবে পোকো এফ৭ ফোনের। ফ্লিপকার্টে এই স্মার্টফোনটি Flipkart Axis Bank ক্রেডিট কার্ড পেমেন্টে 5 শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন।

POCO F7 5G smartphone Sale starts on 1 july

পোকো এফ৭ ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী

ফিচারের কথা বললে, পোকো এফ৭ ফোনে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে, 1280×2772 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 3200 নিটস পিক ব্রাইটনেস লেভল সহ আসে। প্রসেসর হিসেবে পোকো এফ৭ ফোনটি Snapdragon 8s Gen 4 চিপসেটে কাজ করে। এই ফোনটি AnTuTu বেঞ্চমার্কে ২১ লক্ষেরও বেশি পয়েন্ট পেয়েছে।

এফ৭ ৫জি ফোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) টেম্প্রেচার কন্ট্রোল সহ 3D IceLoop সিস্টাম এবং 6000mm ভেপার কুলিং চেম্বর দেওয়া। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া যা OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এর সামনে একটি 20 মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে পোকো এপ৭ স্মার্টফোনে 7550mAh ব্যাটারি যা 90W ফাস্ট চার্জিং এবং 22.5W রিভার্স চার্জিংয়ের জন্য সাপোর্ট করে। কোম্পানির দাবি যে এফ৭ ৫জি এর ব্যাটারি কম ব্যবহার করাতে দুই দিন পর্যন্ত চলতে পারে।

এই স্মার্টফোনটি Android 15-ভিত্তিক Xiaomi HyperOS 2.0-এ চলে। কোম্পানি এর জন্য তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের নিরাপত্তা আপডেট দেওয়ার দাবি করেছে।

আরও পড়ুন: 50 মেগাপিক্সেল OIS ক্যামেরা সহ মিড বাজেটে ভারতে আসল Samsung Galaxy M36 5G, জানুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo