6000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G স্মার্টফোন আজ প্রথম সেল, দাম 11 হাজারের কম

HIGHLIGHTS

ওপ্পো নতুন স্মার্টফোন Oppo K13x 5G সম্প্রতি ভারতে লঞ্চ করেছে

আজ 27 জুন দুপুর 12 টায় Flipkart থেকে বিক্রি হবে ওপ্পো কে১৩এক্স ৫জি

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি 11,999 টাকার শুরুর দামে আনা হয়েছে

6000mAh ব্যাটারি সহ নতুন Oppo 5G স্মার্টফোন আজ প্রথম সেল, দাম 11 হাজারের কম

ওপ্পো তার নতুন স্মার্টফোন Oppo K13x 5G সম্প্রতি ভারতে লঞ্চ করেছে। আজ 27 জুন দুপুর 12 টায় Flipkart সাইটে সেলে বিক্রি হবে। এই ফোনটি সস্তা দামে 5G স্পিড, দুর্দান্ত ব্যাটারি এবং স্মুদ ডিসপ্লে অফার করে। আপনি যদি সস্তায় নতুন 5G ফোন কিনতে চান তবে এটি ভাল বিকল্প হতে পারে। আসুন এই ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে জেনে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে Oppo K13x 5G ফোনের দাম কত এবং প্রথম সেল অফার কী

দামের কথা বললে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি 11,999 টাকার শুরুর দামে আনা হয়েছে। এই দামে ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেল পাওয়া যাবে। 6GB RAM সহ মডেলের দাম 13,999 টাকা। আজ প্রথম সেলে ফ্লিপকার্ট এই ফোনে ব্যাঙ্ক কার্ড পেমেন্টে 1000 টাকা ইনস্ট্যান্ট ছাড় দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Vivo T4 Lite 5G vs Oppo K13x 5G: 12 হাজার টাকার কম দামে কোন ৫জি ফোনটি হবে সেরা বিকল্প

Oppo K13x 5G Smartphone with 6000mAh Battery First sale

ফোনে 1000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার এবং নো কস্ট EMI অপশনও পাওয়া যাবে।

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন রয়েছে

ফিচারের কথা বললে, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে 6.67-ইঞ্চি স্ক্রিন রয়েছে যা রেজোলিউশন 1604×720 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিট পিক ব্রাইটনেস অফার করে।

প্রসেসর হিসেবে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ARM Mali-G57 MC2@1072MHz GPU সহ মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 6nm চিপসেটে কাজ করে। এটি 4GB/6GB/8GB LPDDR4X RAM এবং 128GB/256GB UFS 2.2 স্টোরেজ সহ পেয়ার করা হয়েছে।

ক্যামেরার ক্ষেত্রে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি 45W SuperVOOC ফাস্ট চার্জি সহ 6000mAh ব্যাটারি সহ আসে।

আরও পড়ুন: 200 টাকার কম দামের BSNL এর সেরা রিচার্জ প্ল্যান, মিলবে হাই স্পিড ডেটা, ফ্রি কলিং সহ একগুচ্ছ সুবিধা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo