7550mAh ব্যাটারি সহ জুন মাসের এই তারিখে ভারতে লঞ্চ হবে POCO F7, টিজার প্রকাশ
পোকো অবশেষে তার F Series এর আওতায় POCO F7 ভারতে লঞ্চের ঘোষণা করে দিয়েছে
পোকো এফ৭ ফোনটি আগামী 24 জুন ভারতে লঞ্চ হবে
পোকো এফ৭ ভারতীয় মডেলে 7550mAh ব্যাটারি দেওয়া যেতে পারে
পোকো অবশেষে তার F Series এর আওতায় POCO F7 ভারতে লঞ্চের ঘোষণা করে দিয়েছে। পোকো এফ৭ ফোনটি আগামী 24 জুন ভারতে লঞ্চ হবে। কোম্পানি নতুন টিজারে ফোনের লঞ্চ তারিখের পাশাপাশি, কিছু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়েছে। পাশাপাশি, আপকামিং পোকো এফ৭ ফোনে প্রথম ঝলকও দেখা গেছে। আসুন আপকামিং পোকো ফোনের বিষয় সমস্ত কিছু জেনে নেওয়া যাক।
Surveyভারতে POCO F7 কবে হবে লঞ্চ
কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X এ টিজার প্রকাশ করে পোকো এফ৭ ফোনের লঞ্চ তারিখ নিশ্চিত করা হয়েছে।
আপকামিং পোকো এফ৭ ফোনটি আগামী 24 জুন বিকেল 5.30 টায় লঞ্চ করা হবে।
আরও পড়ুন: 15000 টাকার কম দামে 6000mAh ব্যাটারি সহ OPPO আনছে পাওয়ারফুল 5G স্মার্টফোন, 23 জুন হবে লঞ্চ

লঞ্চের পর পোকো ফোনের সেল অনলাইন শপিং সাইট Flipkart থেকে বিক্রি হবে।
পোকো এফ৭ ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
ডিসপ্লের কথা বললে, পোকো এফ৭ ফোনে থাকবে 6.83-ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে পারে। এতে 2772×1280 পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট, 3200 নিট ব্রাইটনেস এবং 3840Hz PWM ডিমিং সাপোর্ট দেওয়া যেতে পারে।
প্রসেসর হিসেবে আগামী পোকো এফ৭ ফোনে দেওা হবে Snapdragon 8s Gen 4 চিপসেট। এই নতুন চিপসেট কোরটেক্স এক্স৪ কোরে ভিত্তিক।
ক্যামেরার ক্ষেত্রে পোকো এফ৭ ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল Sony IMX882 মেইন সেন্সর থাকবে বলে খবর রয়েছে। এর সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড সেন্সরও দেওয়া যেতে পারে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য 20 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।
বলা হয়েছে যে গ্লোবাল মডেলে 6500mAh এর ব্যাটারি হবে। তবে ভারতীয় মডেলে 7550mAh ব্যাটারি দেওয়া যেতে পারে। এটি 90W HyperCharge সাপোর্ট করবে।
এই ফোন Android 15 ভিত্তিক Xiaomi HyperOS 2 সহ লঞ্চ হতে পারে।
আরও পড়ুন: OnePlus Nord 5 এবং Nord CE5: ওয়ানপ্লাস নর্ড সিরিজের সস্তা নতুন 5G স্মার্টফোন আসছে 8 জুলাই
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile