13 হাজার টাকার কম দামে আসছে OPPO এর 7000mAh ব্যাটারি সহ পাওয়ারহাউস ফোন

13 হাজার টাকার কম দামে আসছে OPPO এর 7000mAh ব্যাটারি সহ পাওয়ারহাউস ফোন

ওপ্পো শীঘ্রই তার নতুন বাজেট 5G স্মার্টফোন, OPPO K13x 5G ভারতে লঞ্চ করতে চলেছে। আপকামিং ওপ্পো কে১৩এক্স ফোনের দাম এবং ফিচার আগেই অনলাইনে বেশ চর্চায় রয়েছে। রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি ভারতে 12,999 টাকার শুরুর দামে আনা হবে। এই ডিভাইস তার মজবুত বিল্ড কোয়ালিটির জন্য 50টির বেশি পরিক্ষা পাস করেছে। এই স্মার্টফোন 7000mAh এর বড় ব্যাটারি, 50 মেগাপিক্সেল AI ক্যামেরা এবং 120Hz OLED ডিসপ্লে সহ আসতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ভারতে OPPO K13x 5G এর দাম এবং বিক্রি কোথায়

TelecomTalk এর রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি দুটি ভ্যারিয়্যান্টে আসবে। ফোনের বেস ভ্যারিয়্যান্ট 8GB+128GB স্টোরেজের দাম 12,999 টাকা এবং 8GB+256GB স্টোরেজের দাম 14,999 টাকা হতে পারে।

এই স্মার্টফোন শীঘ্রই ভারতে Amazon এবং Flipkart এবং OPPO এর অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি করা হবে। এছাড়া এই ডিভাইস অফলাইন রিটেল স্টোরে পাওয়া যাবে। ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি অবসিডিয়ন ব্ল্যাক এবং মুনলাইট সিলভার কালার অপশনে আসবে।

আরও পড়ুন: WhatsApp Tricks: গোপনে কি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করছে? কীভাবে জানতে পারবেন, জানুন সহজে

OPPO K13x 5G launch in india

FoneArena এর রিপোর্ট অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনকে তার বিল্ড কোয়ালিটির জন্য 50 এর বেশি কঠিন পরিক্ষা দিতে হয়েছে। ওপ্পো তার আপকামিং ফোনটিকে ‘GOAT Quality Durability’ এর ট্যাগ দিয়েছে। যার মানে আপকামিং ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনটি প্রতিদিনের কাজের জন্য একদম সেরা হবে। এই ডিভাইসটি IP54 রেটিং সহ আসে।

ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কেমন হবে

লিক অনুযায়ী, ওপ্পো কে১৩এক্স ৫জি ফোনে 6.67-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে যা 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করতে পারে। ফোনে থাকবে Snapdragon 6 Gen 4 চিপসেট। ফটোগ্রাফির ক্ষেত্রে এতে 50 মেগাপিক্সেল AI ক্যামেরা হবে, যা কম আলোতেও দুর্দান্ত ছবি নিতে পারে।

সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16 মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হবে। ফোনে পাওয়ার দিতে 7000mAh ব্যাটারি থাকবে যা 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Jio, Airtel কে কাঁদাতে 200 টাকার কম দামের সস্তা রিচার্জ প্ল্যান আনল BSNL, মিলবে 40 দিনের ভ্যালিডিটি সহ প্রতিদিন 2 জিবি ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo