Limited time offer: Samsung 5G ফোন হল 3000 টাকা সস্তা, 30 জুন পর্যন্ত মিলবে অফার
Samsung এর নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে Amazon এর লিমিটেড টাইম ডিল আপনি মিস করতে পারবেন না
এই ডিলে Samsung Galaxy M56 5G ফোন দুর্দান্ত ছাড় বিক্রি হচ্ছে
ছাড়ের পর স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনটি মাত্র 24,998 টাকা দামে কেনা যাবে
Samsung এর নতুন ফোন কেনার কথা ভাবছেন তবে Amazon এর লিমিটেড টাইম ডিল আপনি মিস করতে পারবেন না। এই ডিলে Samsung Galaxy M56 5G ফোন দুর্দান্ত ছাড় বিক্রি হচ্ছে। ডিলে আপনি স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফ্ল্যাট ডিসকাউন্ট সহ কেনা যাবে। আসুন দেরি না করে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের অফার সম্পর্কে জেনে নেওয়া যাক।
SurveySamsung Galaxy M56 5G ফোনের দাম কত এবং অফার কী
দামের কথা বললে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের 8GB RAM+256GB স্টোরেজ মডেলটি 27,998 টাকা দামে লিস্ট করা। তবে গ্রাহকরা HDFC ব্যাঙ্ক ক্রেডিট কার্ড পেমেন্টে 3000 টাকা ছাড় পেতে পারেন।
আরও পড়ুন: Realme GT 7 Series স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 6000 টাকা পর্যন্ত ছাড়, জানুন কোথায় পাবেন এই অফার

ছাড়ের পর ফোনটি মাত্র 24,998 টাকা দামে কেনা যাবে। এছাড়া গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোনে 26,350 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে 6.7-ইঞ্চি ডিসপ্লে দেওয়া। এটি সুপার AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। কোম্পানি ফোনে 8GB এর LPDDR5x RAM এবং 256GB পর্যন্ত UFS 3.1 স্টোরেজ অফার করে। প্রসেসর হিসেবে এই ফোনে Exynos 1480 চিপসেট পাওয়া যাবে।
ফটোগ্রাফির ক্ষেত্রে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে LED ফ্ল্যাশ সহ তিনটি ক্যামেরা দেওয়া। এতে 50 মেগাপিক্সেল প্রাইমারি লেন্স সহ একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল ক্যামেরা এবং একটি 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে 12 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। অপারেটিং সিস্টাম হিসেবে ফোন Android 15 ভিত্তিক OneUI 7 এ কাজ করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile