26 মে ভারতে আসছে শক্তিশালী iQOO Neo 10 ফোন, লঞ্চের আগে ভারতীয় দাম হল টিজ
iQOO নিও সিরিজের নতুন মডেল Neo 10 ভারতে 26 মে লঞ্চ করা হবে
আইকিউ নিও ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স সহ 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা মতো ফিচার পাওয়া যাবে
আপকামিং আইকিউ নিও 10 ফোনটি Amazon সাইট সহ রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে
আইকিউ নিও সিরিজের নতুন মডেল iQOO Neo 10 ভারতে 26 মে লঞ্চ করা হবে। লঞ্চের আগেই আইকিউ নিও 10 ফোনের একাধিক স্পেসিফিকেশন প্রকাশ করে দেওয়া হয়েছে। আপকামিং আইকিউ নিও ফোনটি দুর্দান্ত পারফরম্যান্স সহ 7000mAh ব্যাটারি, 32MP সেলফি ক্যামেরা মতো ফিচার পাওয়া যাবে।
SurveyAmazon India এর ওয়েবসাইটে একটি ল্যান্ডিং পেজ লাইভ করা হয়েছে যেখান থেকে আইকিউ নিও 10 ফোনের লঞ্চিং নিশ্চিত করা হয়েছে। লিস্টিং থেকে জানা গেছে যে আপকামিং নিও সিরিজের ফোন ভারতে 35,000 টাকার কম হবে। এটি সেগামেন্টের সবচেয়ে শক্তিশালী স্মার্টফোন হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: প্রতিদিন 1 জিবি ডেটা সহ Airtel এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, সস্তায় মিলবে একগুচ্ছ সুবিধা
iQOO Neo 10 ভারতে কবে হবে লঞ্চ
ভারতীয় বাজারে আইকিউ নিও 10 ফোনটি 26 মে আনা হবে। একটি X (টুইটার) পোস্ট থেকে আইকিউ এটি নিশ্চিত করেছে। আপকামিং আইকিউ নিও 10 ফোনটি Amazon সাইট সহ রিটেল স্টোর থেকে বিক্রি করা হবে।

ভারতে আইকিউ নিও 10 ফোনের দাম কত হবে
লিস্টিং অনুযায়ী, আগামী নিও সিরিজের ফোনের দাম 35,000 টাকার কমে হবে। খবর অনুযায়ী, এই প্রাইস সেগামেন্টে এটি একটি মাত্র ফোন যা গেমিংয়ে 144 ফ্রেম পর সেকেন্ড কাজ করে।
আইকিউ নিও 10 ফোনের স্পেসিফিকেশন কেমন হবে
ফিচারের কথা বললে, আইকিউ কোম্পানির অনুযায়ী, AnTuTu স্কোরিংয়ে 2.42 মিলিয়ান পেয়েছে এই ফোন। কোম্পানি আগেই নিশ্চিত করে দিয়েছে যে এটি কোম্পানির Q1 গেমিং চিপসেট এবং Snapdragon 8s Gen 4 চিপসেট সহ আসবে। লেটেস্ট আইকিউ ফোনটি Titanium Chrome and Inferno Red কালার অপশনে আসবে।
এছাড়া আইকিউ ফোনে 1.5K রেজোলিউশন সহ 5500 নিট পিক ব্রাইটনেস, AMOLED ডিসপ্লে এবং 144Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। ফোনে থাকবে 32MP সেলফি ক্যামেরা এবং OIS সহ 50MP সোনি পোট্রেট রিয়ার ক্যামেরা।
পাওয়ার দিতে আইকিউ নিও 10 ফোনে 7000mAh ব্যাটারি থাকবে যা 120Hz ওয়্যারড চার্জিং সাপোর্ট করবে। ফোনটি 15 মিনিটে ফুল চার্জ করবে বলে দাবি করেছে কোম্পানি।
এছাড়া আইকিউ নিও 10 ফোনের টেম্প্রেচার কন্ট্রোলের জন্য এতে 7,000 mm³ ভেপার কুলিং চেম্বর দেওয়া হবে।
আরও পড়ুন: Vivo এর নতুন স্মার্টফোন V50 Elite Edition শীঘ্রই ভারতে হবে লঞ্চ, থাকতে পারে সার্কুলার ক্যামেরা
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile