Amazon Summer Sale এ iPhone 15 ফোনের দাম একধাপে হল অনেক সস্তা, 10 হাজার টাকা কম দামে কেনার সুযোগ

HIGHLIGHTS

Amazon Summer Sale 2025 এ বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত ছাড় অফার করছে

অ্যামাজন গ্রেট সামার সেলে iPhone 14 এবং iPhone 15 ফোনের দেদার ছাড় অফার করছে

অ্যামাজন সাইটে iPhone 15 ফোনের 128GB স্টোরেজ মডেলটি 26 শতাংশ ছাড়ের সাথে বিক্রি হচ্ছে

Amazon Summer Sale এ iPhone 15 ফোনের দাম একধাপে হল অনেক সস্তা, 10 হাজার টাকা কম দামে কেনার সুযোগ

যদি আপনি একটি নতুন আইফোন কিনবেন ভাবছেন তবে আপনার কাছে রয়েছে সুযোগ। এখন পর্যন্ত দাম বেশি হওয়ার কারণে আইফোন কিনতে না পেরে থাকেন তবে আপনার চিন্তা এখানেই শেষ। Amazon Summer Sale 2025 লাইভ হয় গেছে। অ্যামাজন বিভিন্ন প্রোডাক্টে দুর্দান্ত ছাড় অফার করছে। অ্যামাজন গ্রেট সামার সেল চলাকালীন iPhone 14 এবং iPhone 15 ফোনের দেদার ছাড় অফার করছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iPhone 15 ফোনের দাম একধাপে কমল Amazon Summer Sale এ

আরও পড়ুন: 50MP অটোফোকস সেলফি ক্যামেরা সহ Vivo T3 Ultra ফোনের দাম কমল, এখন এত টাকা সস্তায় কেনার সুযোগ

iPhone 15 128GB variant get massive price drop on Amazon Summer Sale

অ্যামাজন এই ফোনে 52,100 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।

বলে দি যে আইফোন 15 ফোনের 256 জিবি মডেলটি 79,900 টাকা দামে লিস্ট করা হয়েছে। সেল অফারে এই ফোনটি 68,999 টাকায় কিনতে পারবেন। এই স্মার্টফোনে আপনি 62,700 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার পেতে পারেন। এই অফারে পুরো এক্সচেঞ্জ বোনাস পাওয়া গেলে আইফোন 15 অনেক সস্তা দামে কেনা যাবে।

আরও পড়ুন: মাত্র 4699 টাকা থেকে শুরু Portable Air Cooler এর দাম, অ্যামাজন গ্রেট সামার সেলে দেদার ছাড়

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo