Smart watches Under 5000: স্মার্ট ফিচার সহ অত্যাধুনিক স্মার্ট ওয়াচ, পাঁচ হাজারের কমে কোনটি হবে আপনার সেরা চয়েজ

Smart watches Under 5000: স্মার্ট ফিচার সহ অত্যাধুনিক স্মার্ট ওয়াচ, পাঁচ হাজারের কমে কোনটি হবে আপনার সেরা চয়েজ

Smart watches Under 5000: আপনি যদি 5 হাজারের কমে দুর্দান্ত Best 5 Smartwatch খুঁজছেন তবে এই খবর আপনার জন্য। আমরা এখানে সেরা 5টি স্মার্ট ওয়াচ সম্পর্কে বলবো যা 5000 টাকার কম দামে কেনা যাবে। বিভিন্ন দামে প্রায় একই ফিচার অফার করে এমন অনেক স্মার্ট ওয়াচ রয়েছে। তবে আপনার জন্য সেরা স্মার্ট ওয়াচ কোনটি সেটা বেছে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আজকের এই খবরে আমরা 5000 টাকরা কমে সেরা 5টি স্মার্ট ওয়াচ দেখে নেবো।

CrossBeats Armour 1.43 Super AMOLED Display Smart Watch

দাম: 3,997 টাকা

ক্রসবিটস আরমোর ঘড়িতে রয়েছে 1.43 সুপার এমোলেড ডিসপ্লে। এতে ব্লুটুথ কলিং এবং 15 দিনের ব্যাটারি লাইফ পাওয়া যাবে। এছাড়া রয়েছে 125টির বেশি স্পোর্টস মোড। কোম্পানি এতে 30 মিটার পর্যন্ত জলে সুরক্ষিত থাকার দাবি করেছে। যার মানে এটি একটি ওয়াটারপ্রুফ ঘড়ি। কোম্পানি এতে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে।

আরও পড়ুন: Jio, Airtel, Vodafone Idea দিচ্ছে সস্তা দামের রিচার্জ প্ল্যানে বিনামূল্যে Amazon Prime সাবস্ক্রিপশন

Best Smart watches Under 5000

Noise ColorFit Pro 5 Max 1.96 AMOLED Display Smart Watch

দাম: 3,999 টাকা

নয়েজ কালারফিট প্রো 5 ম্যাক্স স্মার্ট ওয়াচে 1.96 এমোলেড ডিসপ্লে রয়েছে। এটি ব্লুটুথ কলিং এবং পোস্ট ট্রেনিং ওয়ার্কআউট এনালিসিস ফিচার সাপোর্ট করে। ইউজাররা এতে দ্রুত ডেটা ট্রান্সফর করতে পাররেন। এছাড়া রয়েছে SpO2 এবং স্ট্রেস লেভেল যাচাই করার ফিচার।

Noise Halo Plus 1.46 Super AMOLED Display Elite Smart Watch

দাম: 3,499 টাকা

হেলো প্লাস স্মার্টওয়াচটি সুপার এমোলেড ডিসপ্লে অফার করে। এতে ব্লুটুথ কলিং ফিচার, অলওয়েজ ডিসপ্লে,7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ মতো সুবিধা পাওয়া যাবে। সাথে রয়েছে একাধিক স্পোর্টস মোড।

boAt Ultima Regal w/ 2.01 Crystal-Clear AMOLED Display

দাম: 2,799 টাকা

বোট কোম্পানির এই স্মার্ট ওয়াচটি ক্রিস্টাল ক্লিয়ার এমোলেড ডিসপ্লে সহ আসে। এতে, ব্লুটুথ কলিং, প্রিমিয়াম মেটাল বডি, 1000 নিটস ব্রাইটনেস, 100টির বেশি স্পোর্টস মোড মতো ফিচার রয়েছে।

realme Smart Watch 2 Pro (Neo Grey) with 1.75 HD Super Bright

দাম: 3499 টাকা

রিয়েলমি কোম্পানির স্মার্ট ঘড়িতে এইচডি সুপার ব্রাইট টাচস্ক্রিন দেওয়া। এতে ডুয়াল স্টেলাইট জিপিএস সহ 14 দিনের ব্যাটারি, SpO2 এবং হার্ট রেট মনিটার এবং IP68 ওয়াটার রেসিস্টেন্ট মতো ফিচার দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 5 দুর্দান্ত পোর্টেবল Air Cooler, 800 টাকার কমে ঘর হবে শিমলা মানালি

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo