বিশাল ব্যাটারি এবং দুর্ধর্ষ ক্যামেরা সহ Realme এর নতুন 5G ফোন আসছে ভারতে, প্রথমেই 2000 টাকার ছাড়, 19 মার্চ লঞ্চের আগে লিক হল দাম
রিয়েলমি ভারতে তার P-Series এর আওতায় নতুন ফোন Realme P3 5G লঞ্চ করেছে
ভারতে Snapdragon 6 Gen 4 চিপসেট সহ আসা রিয়েলমি পি3 5জি প্রথম স্মার্টফোন
রিয়েলমি পি3 5জি ফোনে 6050mm2 এয়রোস্পেস-গ্রেড কুলিং সিস্টাম এবং BGMI এর জন্য 90fps এর সাপোর্ট দেওয়া
রিয়েলমি ভারতে তার P-Series এর আওতায় নতুন ফোন Realme P3 5G লঞ্চ করেছে। ভারতে Snapdragon 6 Gen 4 চিপসেট সহ আসা রিয়েলমি পি3 5জি প্রথম স্মার্টফোন। এতে 8GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এছাড়া এই ফোনে 6050mm2 এয়রোস্পেস-গ্রেড কুলিং সিস্টাম এবং BGMI এর জন্য 90fps এর সাপোর্ট দেওয়া। আসুন রিয়েলমি পি3 5জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন কী রয়েছে।
Surveyrealme P3 5G ফোনের দাম কত, বিক্রি কবে এবং অফার কী
- 6GB+128GB = 16,999 টাকা
- 8GB+128GB = 17,999 টাকা
- 8GB+256GB = 19,999 টাকা
লঞ্চ অফারের আওতায় কোম্পানি নতুন রিয়েলমি পি3 5জি ফোনে 2000 টাকার ছাড় অফার করছে। ছাড়ের পর ফোনের দাম কমে 14,999 টাকা থেকে শুরু হয় যাবে।
আরও পড়ুন: বিনামূল্যে IPL 2025 ম্যাচ দেখার সুযোগ, Jio আনল ধামাকা রিচার্জ প্ল্যান অফার

নতুন রিয়েলমি পি3 5জি ফোনটি রিয়েলমি ডট কম, Flipkart এবং অফলাইন স্টোর থেকে বিক্রি করা হবে। আর্লী বার্ড সেল 19 মার্চ বিকেল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চলবে।
ফোনের তিনটি কালার অপশন আনা হয়েছে – Space Silver, Nebula Pink এবং Comet Grey।
রিয়েলমি পি3 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, এতে 6.67-ইঞ্চির ফুল HD+ AMOLED স্ক্রিন দেওয়া যা 120Hz রিফ্রেশ রেট, 2000 নিটস পিক ব্রাইটনেস সহ আসে।
পারফরম্যান্সের জন্য রিয়েলমি পি3 5জি ফোনে Snapdragon 6 Gen 4 চিপসেট দেওয়া। ফোনটি Android 15 এর সাথে realme UI 6.0 তে কাজ করে।
ফটোগ্রাফির ক্ষেত্রে রিয়েলমি পি3 5জি ফোনের রিয়ারে 50MP+2MP ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য 16MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে রিয়েলমি ফোনে 6000mAh এর ব্যাটারি পাওয়া যাবে। এটি 45W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
কোম্পানির দাবি যে এই ফোনে GT Boost ফিচার দেওয়া, যা AI Motion Control এবং AI Ultra Touch Control সাপোর্ট করে। এর সাথে বেস্ট নেটওয়ার্ক কানেক্টিভিটির জন্য Antenna Array Matrix 2.0 এর সাপোর্ট দেওয়া, যা 30 শতাংশ স্মুদ কানেক্টিভিটি অফার করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile