Airtel এর 365 দিনের ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান, কম খরচে পুরো 1 বছর বার-বার রিচার্জ থেকে মুক্তি

HIGHLIGHTS

Airtel তার গ্রাহকদের 365 দিন পর্যন্ত চলা সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে

এতে 365 দিনের জন্য সমস্ত লোকল এবং এসটিডি কলিং করা যাবে যেকোনো নেটওয়ার্কে

এয়ারটেল এই প্ল্যানের সাথে 365 দিনে মোট 3600 SMS ফ্রি দেওয়া হয়

Airtel এর 365 দিনের ভ্যালিডিটি সহ সেরা প্ল্যান, কম খরচে পুরো 1 বছর বার-বার রিচার্জ থেকে মুক্তি

Airtel দেশে দ্বিতীয় বড় টেলিকম কোম্পানি। কোম্পানির রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর পর মোবাইল গ্রাহকরা দীর্ঘ ভ্যালিডিটি সহ প্ল্যান খুঁজচ্ছে। গ্রাহকদের চাহিদা দেখে এয়ারটেল তার লিস্টে 365 দিনে পর্যন্ত চলা সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান যোগ করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Airtel এর 365 দিনের সবচেয়ে সস্তা প্ল্যান

ভ্যালিডিটি: 365 দিনের
কলিং: যেকোনো নেটওয়ার্কে আনলিমিটেড কলিং
এসএমএস: 3600 SMS

আরও পড়ুন: 20 মার্চ ভারতে লঞ্চ হচ্ছে OPPO F29 Series, 6500mAh বড় ব্যাটারি সহ আর কী থাকবে স্পেসিফিকেশন

Airtel cheapest 365 days validity
Airtel cheapest 365 days validity

ট্রাই এর নির্দেশ অনুযায়ী টেলিকম কোম্পানি তার গ্রাহকদের 365 দিন পর্যন্ত চলা সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান চালু করেছে। এয়ারটেল এর এই সস্তা বার্ষিক প্ল্যানের দাম মাত্র 1849 টাকা। আপনি যদি কম খরচে এয়ারটেল এর সিম ব্যবহার করেন তবে বার বার রিচার্জের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যাবে।

এয়ারটেল এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানের সুবিধার কথা বললে, এতে 365 দিনের জন্য সমস্ত লোকল এবং এসটিডি কলিং করা যাবে যেকোনো নেটওয়ার্কে। এই রিচার্জ প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য ভাল বিকল্প যারা কম ডেটা ব্যবহার করেন এবং কলিং বেশি করেন। এয়ারটেল এই প্ল্যানের সাথে 365 দিনে মোট 3600 SMS ফ্রি দেওয়া হয়।

বলে দি যে এটি একটি ভয়েস অনলি রিচার্জ প্ল্যান। তবে এতে শুধু কলিং এবং SMS সুবিধা দেওয়া হয় কিন্তু ডেটা পাওয়া যায় না।

আরও পড়ুন: Samsung চুপিসারে লঞ্চ করল 50MP ক্যামেরা এবং 6 বছরের আপডেট সহ নতুন 5G স্মার্টফোন, দাম 12 হাজারের কম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo