Airtel এর পর এবার Starlink এর সাথে হাত মেলাল Jio, মিলবে সুপারফাস্ট ইন্টারনেট

HIGHLIGHTS

মুকেশ আম্বানি Jio এলন মাস্ক এর স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার Starlink এর সাথে পার্টনারশিপ করেছে

জিও এর আগে টেলিকম কোম্পানি Airtel ও SpaceX এর সাথে ডিলের ঘোষণা করেছে

জিওর এই ডিলের পর, আশা করা হচ্ছে যে শীঘ্রই দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে

Airtel এর পর এবার Starlink এর সাথে হাত মেলাল Jio, মিলবে সুপারফাস্ট ইন্টারনেট

Jio SpaceX agreement: মুকেশ আম্বানি Jio এলন মাস্ক এর স্যাটেলাইট ইন্টারনেট প্রোভাইডার Starlink এর সাথে পার্টনারশিপ করেছে। দুটি কোম্পানি মিলে ভারতে স্যাটেলাইট ইন্টারনেট অফার করবে। বলে দি যে জিও এর আগে টেলিকম কোম্পানি Airtel ও SpaceX এর সাথে ডিলের ঘোষণা করেছে। ভারতে স্টারলিংকের ব্রডব্যান্ড স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য জিও স্পেসএক্সের সাথে হাত মিলিয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

জিওর এই ডিলের পর, আশা করা হচ্ছে যে শীঘ্রই দেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। বর্তমানে, স্পেসএক্সের সাথে দুটি কোম্পানির করা এই চুক্তিটি নির্ভর করছে এলন মাস্কের কোম্পানি ভারতে স্টারলিংক পরিষেবা বিক্রির জন্য সরকারি অনুমতি পায় কিনা তার উপর।

আরও পড়ুন: MediaTek Dimensity 8350 Ultra এবং 6000mAh ব্যাটারি সহ ভারতে লঞ্চ হবে Realme P3 Ultra 5G, জানুন ভারতে লঞ্চ কবে

রিটেল স্টোর থেকে কেনা যাবে Jio স্টারলিংক প্রোডাক্ট

কোম্পানি তার X (টুইটার) থেকে ঘোষণা করেছে। রিলায়েন্স জিও স্টারলিংকে তার ডিভাইস, হার্ডওয়্যার এবং ইন্সটলেশনে সাহায্য করবে। এই সার্ভিস জিও তার রিটেল আউটলেট এবং অনলাইন স্টোর থেকে পাওয়া যাবে।

Jio sign deal with Elon musk SpaceX

জিওর মতে, স্পেসএক্সের সাথে অংশীদারিত্বের একমাত্র উদ্দেশ্য হল দেশের প্রত্যন্ত এবং গ্রাম এলাকায় হাই-স্পিড ইন্টারনেট পরিষেবা দেওয়া, যা এখনও ইন্টারনেটের নাগালের বাইরে। বলে দি যে বর্তমানে রিলায়েন্স জিও বিশ্বের সর্বোচ্চ ডেটা ট্র্যাফিক সহ মোবাইল অপারেটর, অন্যদিকে, এলন মাস্কের স্পেসএক্স লো অর্বিট স্যাটেলাইট পরিষেবার ক্ষেত্রে বৃহত্তম এবং এক নম্বর কোম্পানি। দুই কোম্পানির মধ্যে এই নতুন চুক্তি ডিজিটাল জগতে এক নতুন বিপ্লব আনতে পারে।

আরও পড়ুন: 6400mAh ব্যাটারি এবং 12GB RAM সহ গেমিং ফোন iQOO Neo 10R ভারতে লঞ্চ, রয়েছে 32MP সেলফি ক্যামেরা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo