ভারতে লঞ্চ হল শক্তিশালী Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ফোন, 200MP ক্যামেরা সহ মিলবে Snapdragon 8 Elite প্রসেসর
শাওমি 15 সিরিজের আওতায় দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ফোন লঞ্চ হয়েছে
লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Elite চিপসেট, AI ফিচার সহ Leica ক্যামেরা মতো ফিচার রয়েছে শাওমি 15 সিরিজে
শাওমি 15 এর দাম 64,999 টাকা রাখা হয়েছে
Xiaomi 15 Series ভারতীয় বাজারে লঞ্চ করে দেওয়া হয়েছে। শাওমি 15 সিরিজের আওতায় দুটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন Xiaomi 15 এবং Xiaomi 15 Ultra ফোন লঞ্চ হয়েছে। নতুন শাওমি 15 আল্ট্রা মডেলের অপেক্ষা বেশকিছু সময় থেকে গ্রাহকরা করছিল। এতে 200MP পেরিস্কোপ লেন্স অফার করা হয়েছে। এছাড়া লেটেস্ট প্রসেসর Snapdragon 8 Elite চিপসেট, AI ফিচার সহ Leica ক্যামেরা মতো ফিচার অফার করে। আসুন জেনে নেওয়া যাক শাওমি 15 সিরিজের দাম, সেল অফার এবং স্পেসিফিকেশন কী হবে।
Surveyভারতে Xiaomi 15 Series এর দাম কত এবং কোথায় বিক্রি হবে
শাওমি 15 এর দাম 64,999 টাকা রাখা হয়েছে। দুটি ফোনের সিঙ্গেল ভ্যারিয়্যান্ট লঞ্চ করা হয়েছে। শাওমি 15 আল্ট্রা ফোনটি ভারতে 1,09,999 টাকা দামে লঞ্চ হয়েছে। এছাড়া শাওমি 15 আল্ট্রা এর সাথে একটি ফটোগ্রাফি কিট লিজেন্ড এডিশনও ভারতে 11,999 টাকা দামে আনা হয়েছে।
আরও পড়ুন: 6500mAh ব্যাটারি, 50MP OIS সহ ভারতে আসছে OPPO এর দুটি স্মার্টফোন, দাম এবং স্পেক্স লিক
নতুন শাওমি 15 সিরিজের বিক্রি ভারতে 2 এপ্রিল থেকে শাওমি সাইট, Amazon এবং রিটেল স্টোর থেকে শুরু হবে। শাওমি 15 আল্ট্রা ফোনটি 18 মার্চ শাওমি সাইটে অর্লী সেল রাখা হয়েছে।

19 মার্চ বিকেল 5টা থেকে গ্রাহকরা প্রি-বুক করতে পারবেন নতুন শাওমি ফোন। ICICI কার্ড পেমেন্টে গ্রাহকরা আল্ট্রা ফোনে 10,000 টাকা এবং শাওমি 15 ফোনে 5000 টাকার ক্যাশব্যাক পাওয়া যেতে পারে।
শাওমি 15 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, শাওমি 15 ফোনে 6.36-ইঞ্চি 1.5K OLED LTPO ডিসপ্লে রয়েছে। এটি 3200 নিটস, 120Hz রিফ্রেশ রেট এবং 1.38mm আল্ট্রা-নেরো ইউনিফর্ম বেজেল রয়েছে। শাওমি 15 ফোনে পাওয়ার দিতে 5240mAh ব্যাটারি দেওয়া, যা 90W ওয়্যারড চার্জিং, 50W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে শাওমি 15 ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে যা 12GB RAM সহ পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে, যা 50MP মেইন সেন্সর, 50MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 50MP 2.6X টেলিফটো ক্যামেরা সহ আসে। স্মার্টফোনের সমস্ত ক্যামেরা Leica Summilux লেন্স সহ পেয়ার করা। সেলফি তোলার জন্য ফোনে 32MP ক্যামেরা সাপোর্ট করে।
শাওমি 15 আল্ট্রা ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন
এবার কথা শাওমি 15 আল্ট্রা ফোনে ফিচারের। এতে রয়েছে 6.73-ইঞ্চি TCL C9 OLED LTPO স্ক্রিন রয়েছে। এতে সবচেয়ে বেশি ব্রাইটনেস 3200 নিট দেওয়া। এতে 120Hz ভেরিয়েবল রিফ্রেশ রেট, HDR10+ এবং ডলবি ভিসন সাপোর্ট করে। পারফরম্যান্সের ক্ষেত্রে শাওমি 15 আল্ট্রা ফোনটি Snapdragon 8 Elite প্রসেসরে কাজ করে যা 16GB LPDDR5X RAM সহ পেয়ার করা। এতে 5100mm আল্ট্রা-লার্জ কুলিং এরিয়া সহ শাওমি 3D ডুয়াল চ্যানেল আইসলুপ কুলিং দেওয়া।
ফটোগ্রাফির ক্ষেত্রে শাওমি 15 আল্ট্রা ফোনে 200MP Leica পেরিস্কোপ লেন্স, 50MP Leica টেলিফটো লেন্স, 50MP Leica আল্ট্রাওয়াইড ক্যামেরা পাওয়া যাবে। সেলফি তোলার জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে শাওমি 15 আল্ট্রা ফোনটি 5410mAh ব্যাটারি, 90W ওয়্যারড চার্জিং, 80W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile