পাওয়ারফুল ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ Vivo 5G ফোনে দেদার ছাড়, মাত্র 10 হাজার খরচে কেনার সুযোগ
আপনি কি 10 হাজার টাকার কম দামের 5G স্মার্টফোন কিনতে চান, তবে vivo T3 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে
ভিভো টি3 লাইট 5জি ফোনটি Flipkart সাইটে 11,499 টাকায় লিস্ট করা
ভিভো টি3 লাইট ফোনে Mediatek Dimensity 6300 চিপসেট দেওয়া
আপনি কি 10 হাজার টাকার কম দামের 5G স্মার্টফোন কিনতে চান, তবে vivo T3 Lite 5G একটি ভাল বিকল্প হতে পারে। ভিভো কোম্পানির এই ফোনটি 6GB পর্যন্ত RAM সহ আসে। ভিভো টি3 লাইট 5জি ফোনটি Flipkart সাইটে 11,499 টাকায় লিস্ট করা। আসুন জেনে নেওয়া যাক ভিভো টি3 লাইট 5জি ফোনের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
SurveyVivo T3 Lite 5G ফোনের দাম কত এবং অফার কী
ভিভো টি3 লাইট ফোনের 6GB+128GB স্টোরেজ মডেলটি ফ্লিপকার্ট সাইটে 11,499 টাকায় লিস্ট করা। এছাড়া কোম্পানি যেকোনো ব্যাঙ্ক এর ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে 1250 টাকার ছাড় পাওয়া যাবে। যার পরে দাম কমে 10,249 টাকা হয় যাবে।
আরও পড়ুন: লিক হল Samsung Galaxy M16 5G ফোনের দাম, কম দামে মিলবে প্রিমিয়াম ফিচার এবং স্পেক্স
এছাড়া গ্রাহকরা IDFC FIRST Power Women Platinum and Signature ডেবিট কার্ড পেমেন্টে 750 টাকার ছাড় থাকবে।

শুধু তাই নয়, কোম্পানি গ্রাহকদের তাদের পুরনো ফোনে 11,499 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দিচ্ছে। যার পরে নতুন ফোনের দাম আরও কমে যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের অবস্থা এবং মডেলের উপর নির্ভর করবে।
ভিভো টি3 লাইট এর স্পেসিফিকেশন কী রয়েছে
ফিচারের কথা বললে, ভিভো টি3 লাইট ফোনে 6.56-ইঞ্চির ডিসপ্লে দেওয়া। এতে 90Hz এর রিফ্রেশ রেট এবং IP54 রেটিং সহ আসে।
প্রসেসর হিসেবে ভিভো টি3 লাইট ফোনে Mediatek Dimensity 6300 চিপসেট দেওয়া। সাথে 6GB পর্যন্ত RAM পেয়ার করা।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ফোনে 50MP Sony ক্যামেরা লেন্স রয়েছে। এতে AI ফিচারও দেওয়া। সেকেন্ডারি ক্যামেরা 2MP এর দেওয়া। সেলফি তোলার জন্য এতে 8MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে ভিভো টি3 লাইট ফোনে 5000mAh ব্যাটারি অফার করা হয়েছে যা 15W চার্জের সহ আসে।
আরও পড়ুন: 200MP ক্যামেরা সহ Redmi 5G ফোনের বাম্পার প্রাইস কাট, একধাপে 20 হাজার টাকার কম দামে কেনার সুযোগ
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile