সস্তা হল Sony Camera সহ OnePlus 5G স্মার্টফোন, সঙ্গে মিলবে Nord Buds 2r ইয়ারবডস বিনামূল্যে

HIGHLIGHTS

ওয়ানপ্লাস এর মিডরেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 5G ফোনে দুর্দান্ত ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে

Amazon থেকে কিনলে কোম্পানি 1599 টাকার কম দামে OnePlus Nord Buds 2r বিনামূল্যে পাওয়া যাবে

ওয়ানপ্লাস নর্ড সিই4 5জি স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে

সস্তা হল Sony Camera সহ OnePlus 5G স্মার্টফোন, সঙ্গে মিলবে Nord Buds 2r ইয়ারবডস বিনামূল্যে

ওয়ানপ্লাস এর মিডরেঞ্জ স্মার্টফোন OnePlus Nord CE4 5G ফোনে দুর্দান্ত ডিল এবং ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই ডিভাইসটি অনলাইন শপিং সাইট Amazon থেকে কিনলে কোম্পানি 1599 টাকার কম দামে OnePlus Nord Buds 2r বিনামূল্যে পাওয়া যাবে। তবে বলে দি যে এটি একটি লিমিটেড ডিল যা কম দামে সস্তা ফোন কেনায় ফ্রি ইয়ারবডস কেনার সুযোগ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus Nord CE4 5G ফোনে কত টাকা ছাড় পাওয়া যাবে

ওয়ানপ্লাস নর্ড সিই4 5জি স্মার্টফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। তবে সীমিত সময়ের জন্য এটি অ্যামাজন সাইটে 22,999 টাকায় লিস্ট করা হয়েছে। ICICI বা OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 1000 টাকার ছাড়ও পাওয়া যাবে। যার পরে ফোনের দাম কমে 21,999 টাকা হয় যাবে।

আরও পড়ুন: 50MP ক্যামেরা, 5110mAh ব্যাটারি সহ এন্ট্রি নেবে Poco X7 5G, স্পেসিফিকেশন লিক

OnePlus Nord CE4 5G Deals

গ্রাহকরা তাদের পুরনো ফোন এক্সচেঞ্জে 18,900 টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের উপর নির্ভর করবে। ফোনের সাথে ওয়ানপ্লাস নর্ড বডস 2আর ইয়ারবড ফ্রি পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড সিই4 5জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস নর্ড সিই4 5জি ফোনে 6.7-ইঞ্চির Fluid AMOLED ডিসপ্লে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট এবং 1100 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।

পারফরম্যান্সের ক্ষেত্রে ওয়ানপ্লাস ফোনটি Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে।

ফটোগ্রাফির ক্ষেত্রে এতে OIS সহ 50MP সোনি ক্যামেরা এবং 8MP আল্ট্রা ওয়াইড সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনটি 5500mAh ব্যাটারি সহ 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

আরও পড়ুন: Best Jio 5G Plan কোন দুটি জানালো কোম্পানি, 90 দিনের ভ্যালিডিটি এবং প্রতিদিন 2 জিবি ডেটা

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo