ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর এবং 24GB RAM সহ ভারতে এই দিন লঞ্চ হবে OnePlus 13 সিরিজ, নোট করে নিন দিনটি

HIGHLIGHTS

OnePlus ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 series এর ভারতে লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে

ওয়ানপ্লাস তার উইন্টার লঞ্চ ইভেন্টে 7 জানুয়ারি 2025 আয়োজন করেছে যেখানে ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর মডেল লঞ্চ করা হবে

আগামী প্রজন্মের স্মার্টফোন ওয়ানপ্লাস 13 এ থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Elite চিপসেটে কাজ করবে

ফ্ল্যাগশিপ Snapdragon 8 Elite প্রসেসর এবং 24GB RAM সহ ভারতে এই দিন লঞ্চ হবে OnePlus 13 সিরিজ, নোট করে নিন দিনটি

অবশেষে OnePlus তার আগামী প্রজন্মের ফ্ল্যাগশিপ স্মার্টফোন OnePlus 13 series এর ভারতীয় লঞ্চ তারিখের ঘোষণা করে দিয়েছে। ওয়ানপ্লাস উইন্টার লঞ্চ ইভেন্টে 7 জানুয়ারি 2025 আয়োজন করেছে যেখানে ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর মডেল লঞ্চ হবে। বলে দি যে ওয়ানপ্লাস 13 সিরিজ ইতিমধ্যে চীনের বাজারে চালু হয়ে গেছে। এখান থেকে লেটেস্ট ওয়ানপ্লাস 13 এবং ওয়ানপ্লাস 13আর ফোনের ফিচার এবং দাম সম্পর্কে জানা গেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 13 লঞ্চ ইভেন্ট কোথায় দেখবেন

কোম্পানি নিশ্চিত করেছে যে ওয়ানপ্লাস 13 এর জন্য 7 জানুয়ারি রাত 9.30 টায় গ্লোবাল লঞ্চ ইভেন্টের আয়োজন করেছে। এটি কোম্পানির অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিম করা যাবে।

আরও পড়ুন: Jio vs Airtel vs BSNL vs Vi: 700 টাকার কম দামে দীর্ঘ ভ্যালিডিটি, কলিং, প্রতিদিন ডেটা সহ কে দিচ্ছে বেশি সুবিধা

ওয়ানপ্লাস 13 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী থাকবে

সবার প্রথম আগামী প্রজন্মের স্মার্টফোন ওয়ানপ্লাস 13 এ থাকবে ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 8 Elite চিপসেটে কাজ করবে। এটি 24GB LPDDR5x RAM এবং 1TB UFS 4.0 স্টোরেজ সহ পেয়ার করা।

ডিসপ্লে হিসেবে ওয়ানপ্লাস 13 ফোনটি 6.82-ইঞ্চি 2K 8T LTPO OLED ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট অফার করবে। এতে 4500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। পাওয়ার দিতে ওয়ানপ্লাস 13 ফোনে 6000mAh ব্যাটারি সহ 100W SuperVOOC ওয়্যারড, 50W ওয়্যারলেস চার্জিং এবং মেগনেটিক চার্জিং সাপোর্ট দেওয়া হবে।

OnePlus 13 Launch timeline

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 13 ফোনটি Hasselblad লেন্স সহ পেয়ার করা হবে। এতে 50MP Sony LYT-808 মেইন সেন্সর সহ OIS, 50MP আল্ট্রাওয়াইড লেন্স এবং 50MP পেরিস্কোপ টেলিফটো সহ 3x অপটিকাল জুম পাওয়া যাবে। ফ্রন্টে 32MP Sony IMX615 সেলফি ক্যামেরা থাকবে ফোনে।

কত দাম হবে ভারতে ওয়ানপ্লাস 13 ফোনের

দামের কথা বললে, ভারতে ওয়ানপ্লাস 13 ফোনের দাম 70,000 টাকা কম থেকে শুরু হতে পারে। এই দামে ফোনের বেস মডেল 12GB/256GB মডেলের হতে পারে।

আরও পড়ুন: 18 ডিসেম্বর লঞ্চের আগেই প্রকাশ হল Realme 14x 5G ফোনের ভারতীয় দাম, বাজেট প্রাইসে কী থাকবে স্পেসিফিকেশন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo