অ্যামাজন দিওয়ালি সেলের শেষ দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে 32-inch Smart TV, সবচেয়ে সস্তা 5,299 টাকার

HIGHLIGHTS

আপনি যদি এই দিওয়ালি বা ধনতেরাস এর উপলক্ষে নতুন Smart TV কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ

Amazon Great Indian Festival সেলে 32inch স্মার্ট টিভি অর্ধেক দামে বিক্রি হচ্ছে

এই স্মার্ট টিভিতে OTT সুবিধা সহ বাকি সমস্ত সুবিধা পাওয়া যাবে

অ্যামাজন দিওয়ালি সেলের শেষ দিনে অর্ধেক দামে বিক্রি হচ্ছে 32-inch Smart TV, সবচেয়ে সস্তা 5,299 টাকার

আপনি যদি এই দিওয়ালি বা ধনতেরাস এর উপলক্ষে নতুন Smart TV কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। কারণ Amazon Great Indian Festival সেলে 32inch স্মার্ট টিভি অর্ধেক দামে বিক্রি হচ্ছে। এই স্মার্ট টিভিতে OTT সুবিধা সহ বাকি সমস্ত সুবিধা পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসুন জেনে নেওয়া যাক কোন স্মার্ট টিভিতে কত টাকা ছাড়া পাওয়া যাচ্ছে।

লিস্টে প্রথম স্মার্ট টিভি হল VW কোম্পানির যা 32-ইঞ্চি ফ্রেমলেস সিরিজ মডেলে আস। এই লিস্টে এটি সবচেয়ে সস্তা স্মার্ট টিভি। অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে এই টিভিটি মাত্র 7099 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া এতে ICICI কার্ড পেমেন্টে 1250 টাকার অতিরিক্ত ছাড়ও রয়েছে। সাথে রয়েছে 300 টাকার কুপন অফার। যার মানে এতে মোট 5,299 টাকায় এটি কেনা যাবে।

VW 32 inches Playwall Frameless Series HD Ready Android Smart LED TV

আরও পড়ুন: 6000mAh ব্যাটারি সহ OnePlus 13 হবে কোম্পানির প্রথম ফোন, মাত্র 36 মিনিট করবে ফুল চার্জ

টিসিএল কোম্পানির 32-ইঞ্চি টিভি গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভাল সেলে 55 শতাংশ ছাড়ের সাথে বিক্রি হচ্ছে। সেলে এই টিভিটি মাত্র 9990 টাকায় লিস্ট করা হয়েছে। এছাড়া থাকছে ব্যাঙ্ক কার্ড অফার।

রেডমি কোম্পানির এই 32-ইঞ্চি স্মার্ট টিভিতে 56 শতাংশ ছাড় অফার করছে অ্যামাজন। কোম্পানি এতে 1500 টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড অফারও রয়েছে। সমস্ত অফার মিলিয়ে এই টিভি মাত্র 9,499 টাকায় আপনার হতে পারে।

এসার কোম্পানি স্মার্ট টিভিও অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে দুর্দান্ত ছাড়ে বিক্রি হচ্ছে। V প্রো সিরিজের মডেলে এই টিভি HDR10 সাপোর্ট সহ 32-ইঞ্চি HD রেডি কিউএলইডি ডিসপ্লে সাপোর্ট করে। দিওয়ালি সেলে এই টিভিটি মাত্র 12,499 টাকায় লিস্ট করা। এতে 50 শতাংশ ছাড় দিচ্ছে কোম্পানি। এছাড়া এতে 1500 টাকা পর্যন্ত থাকছে ব্যাঙ্ক অফার। যার মানে এটি 10,999 মাত্র টাকায় আপনার হতে পারে।

আরও পড়ুন: মাত্র এক মাস আগে লঞ্চ হওয়া Realme 5G ফোনে সোজা 2000 টাকা ছাড়, লাগবে না কোনো ব্যাঙ্ক কার্ড অফার

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo