আচমকা OnePlus Nord CE 3 5G ফোনের দাম কমল, রয়েছে 16MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

HIGHLIGHTS

ওয়ানপ্লাস এর এই নতুন ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে

Oneplus এর এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ই-কমার্স Amazon সাইটে লিস্ট করা হয়েছে

ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে।

আচমকা OnePlus Nord CE 3 5G ফোনের দাম কমল, রয়েছে 16MP সেলফি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি

OnePlus এর লেটেস্ট ফোন OnePlus Nord CE 3 5G ফোন কেনার কথা ভাবছেন? তবে এটাই সুযোগ রয়েছে। আসলে ওয়ানপ্লাস এর এই নতুন ফোনের দাম কমিয়ে দেওয়া হয়েছে। ফোনের ফিচার এবং স্পেসিফিকেশনের কথা বললে, এতে 50MP প্রাইমারি ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি রয়েছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসুন জেনে নেওয়া যাক ওয়ানপ্লাস নর্ড সিই 3 ফোনে কী ডিসকাউন্ট এবং স্পেসিফিকেশন পাওয়া যাবে।

ওয়ানপ্লাস নর্ড সিই 3 5G ফোনের অফার

ওয়ানপ্লাস এর এই ফোনের 8GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্ট ই-কমার্স Amazon সাইটে লিস্ট করা হয়েছে। ফোনটি 24,999 টাকায় লিস্ট করা হয়েছে। তবে ফোনের লঞ্চ প্রাইস 26,999 টাকা ছিল।

আরও পড়ুন: 6 ডিসেম্বর ভারতে লঞ্চ হবে সস্তা Redmi 13C 5G, জানুন দাম এবং ফিচার কী

OnePlus Nord CE 3 5G Price Drop
ওয়ানপ্লাস নর্ড সিই 3

ব্যাঙ্ক অফারে, ICICI ক্রেডিট কার্ড বা OneCard ক্রেডিট কার্ড পেমেন্টে 2000 টাকার ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে। ছাড়ের পর ফোনের দাম 22,999 টাকা হয়ে যাবে।

ওয়ানপ্লাস এর এই স্মার্টফোন Amazon সাইট এবং ওয়ানপ্লাস এর অফিসিয়াল সাইট দুটি জায়গায় পাওয়া যাবে।

OnePlus Nord CE 3 5G ফিচার এবং স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস এর এই ফোনে 6.7-ইঞ্চি ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন 2412 x 1080 পিক্সেল এবং 120Hz রিফ্রেশ রেট দেওয়া।

পসেসর হিসেবে ফোনে Snapdragon 782G চিপসেট রয়েছে।

OnePlus Nord CE 3 5G Specification
OnePlus Nord CE 3 5G

ফটোগ্রাফির জন্য ফোনের রিয়ারে 50 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের দ্বিতীয় সেন্সর এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় সেন্সর রয়েছে। সেলফি তোলার জন্য এতে ফ্রন্টে 16 মেগাপিক্সেলের সেন্সর দেওয়া।

ফোনকে সুরক্ষিত রাখতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে।

পাওয়ার দিতে এই ফোনে 5000mAh ব্যাটারির সাপোর্ট রয়েছে, যা 80W ফাস্ট চার্জিং সহ আসে।

আরও পড়ুন: Tecno এর সস্তা স্টাইলিশ স্মার্টফোনে মিলবে iPhone এর এই ফিচার, দাম হবে 10,000 টাকার কম

এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টামে কাজ করে।

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo