Aadhaar Update Last Date: আধার কার্ড অনলাইন আপডেট করার আজ শেষ দিন। যেই ইউজাররা আজ আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তবে আগামী কাল অর্থাৎ 15 জুন 2023 থেকে চার্জ দিতে হবে। আসলে কেন্দ্র সরকারের তরফে 10 বছর পুরানো আধার কার্ড আপডেট করা বাধ্যতামূলক করেছে।
Survey
✅ Thank you for completing the survey!
আপনার আধার কার্ড যদি 10 বছর পুরানো হয়ে গেছে, তবে আপনাকে আধার কার্ড আপডেট করাতে হবে।
ইউজাররা তাদের প্রয়োজন অনুযায়ী আধার কার্ড অনলাইন বা অফলাইন আপডেট করাতে পারবেন। তবে অফলাইন আপডেটে আপনাকে টাকা খরচ করতে হবে। এর পাশাপাশি, অনলাইন আপডেটে কোনও খরচ করতে হবে না। আপনি যদি এখনও আধার কার্ড আপডেট না করিয়ে থাকেন, তবে আজই বিনামূল্য অনলাইন আধার আপডেট করাতে পারেন।
Keep Demographic Details Updated to Strengthen Your #Aadhaar. If your Aadhaar had been issued 10 years ago & had never been updated – you may now upload Proof of Identity & Proof of Address documents online at https://t.co/CbzsDIBUbs ‘FREE OF COST from 15 March – June 14, 2023. pic.twitter.com/CFsKqPc2dm
আপনি যদি 14 জুন এর পরে আধার আপডেট করান, তবে আপনাকে 50 টাকা বাধ্যতামূলক ফি দিতে হবে। 15 মার্চ থেকে 14 জুন পর্যন্ত UIDAI দ্বারা অনলাইন আধার আপডেট বিনামূল্যে করা হয়েছিল।
অনলাইনে কীভাবে আপডেট করবেন আধার কার্ড
আধার এর অফিসিয়াল সাইট https://uidai.gov.in/ তে যেতে হবে।
এবার উপরের দিকে myAadhaar অপশন দেখতে পারবেন, এখানে ক্লিক করুন।
এখানে "আপডেট আধার" সেকশনে ক্লিক করুন।
এবার ইউজারকে আধার নম্বর এবং সিকিউরিটি কোড ভরতে হবে।
UIDAI এর তরফ থেকে রেজিস্টার্ড মোবাইল নম্বর OTP পাঠানো হবে।
এবার এড্রেস, ফোন নম্বর, নাম এবং জন্ম তারিখ ভরতে হবে।
এখানে আপনাকে কিছু ডকুমেন্টের সফ্ট কপি আপলোড করতে হবে।
এবার কনফর্ম এবং সাবমিট বাটানে ক্লিক করতে হবে।
এই সমস্ত প্রসেসরের পর আপনার আধার কার্ড আপডেট হয়ে যাবে।
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile