একাধিক নিয়ম আনা হল Twitter-এর তরফে, Elon Musk-র চমকের তালিকায় কী কী আছে?

HIGHLIGHTS

টুইটারের তরফে ঘোষণা করা হল একাধিক নিয়ম

টুইটারকে বাক-স্বাধীনতা রয়েছে এমন মাধ্যম গড়ে তোলার চেষ্টা

সাধারণ মানুষের জন্য কাজ করবে টুইটার মত এলন মাস্কের

একাধিক নিয়ম আনা হল Twitter-এর তরফে, Elon Musk-র চমকের তালিকায় কী কী আছে?

Elon Musk যবে থেকে Twitter- এর দায়িত্ব নিয়েছেন তবে থেকেই একটার পর একটা চমক দিয়ে চলেছেন। মাত্র কিছুদিন হয়েছে Tesla- এর কর্ণধার টুইটারের দায়িত্ব অধিগ্রহণ করেছেন, আর দায়িত্ব পাওয়ার পরই তিনি সবার আগে একাধিক উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাই করেছেন। তালিকায় আছেন টুইটারের সিইও পরাগ আগরওয়াল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এটার পর তিনি প্রকাশ্যে আনলেন একাধিক নিয়ম যা টুইটার সংক্রান্ত। শুধু তাই নয়, এই Twitter New Rules প্রকাশ্যে আনার সঙ্গে জানানো হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে এই নিয়ম বদলানো হবে প্রয়োজন অনুসারে। টুইটার এর আগে একাধিক কারণে বিতর্কের মুখে পড়েছে, কখনও খারাপ আচরণ, কখনও বা হিংসা ছড়ানোর দায় পড়েছে। এবার তাই নিয়মের ক্ষেত্রে বেশ কিছু বদল এনেছে এই মাইক্রো ব্লগিং সাইট।

টুইটার যে নতুন নিয়মের তালিকা প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে যে, টুইটারের মূল লক্ষ্য হল জনসাধারণের জন্য কাজ করা। Elon Musk চাইছেন টুইটারকে সকলের জন্য একটি বাক-স্বাধীনতা বজায় রয়েছে এমন মঞ্চ হিসেবে গড়ে তুলতে। টুইটার হিংসা, বা হয়রানি করে এমন পোস্ট করা থেকে আটকাবে, নিরুৎসাহী করে তোলে। এর ফলে অনেক সময় অনেকেই টুইটারে নিজের মনের কথা খুলে বলতে বা লিখতে পারেন না। যার কারণে খোলামেলা যে আলোচনার জায়গা সেটা নষ্ট হয়ে যায়। তাই টুইটার সেটাকে বদলাতে চাইছে। এবার যাতে সকলেই নিশ্চিন্তে নিজের মনের কথা, ভাবনা নির্বিঘ্নে টুইটারে আলোচনা করতে পারে সেটার দিকে নজর রাখবে।

Twitter

আপাতত টুইটারের তরফে যে নতুন নিয়ম আনা হয়েছে তাতে তিনটি জিনিসের উপর জোর দেওয়া হয়েছে। এই তিনটি জিনিস হল যিনি টুইটার ব্যবহার করছেন, অর্থাৎ ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখা, তাঁর নিরাপত্তার দিকে নজর রাখা এবং সত্যতা যাচাই করা।

Elon Musk কী জানিয়েছেন টুইটারের এই নতুন নিয়ম নিয়ে? 

1.কোনও প্রকার হিংসাত্মক হুমকি দেওয়া যাবে না টুইটারে। হিংসা ছড়ানো যাবে না টুইটার ব্যবহার করে। 

2.উগ্রবাদ বা চরমপন্থা কোনটাই মানবে না টুইটার। আর এগুলো প্রচার করা যাবে না টুইটার ব্যবহার করে। 

3.জিরো টলারেন্স নীতি নেওয়া হবে শিশুদের বিষয়। তাদের যৌন শোষণ হতে পারে এমন কিছু পোস্ট করা যাবে না টুইটারে। 

4.কোনও টুইটার ব্যবহারকারীকে হেনস্থা বা হয়রান করা যাব না। 

5.বর্ণ, জাতি, লিঙ্গ, ধর্ম, শারীরিক অক্ষমতা ইত্যাদির ভিত্তিতে কাউকে আক্রমণ করা যাবে না। হিংসা ছড়ানো যাবে না। 

6.জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এমন অ্যাকাউন্টের খোঁজ মিললে সেটা বন্ধ করে দেওয়া হবে। 

7.আত্মহত্যার বিষয়ে টুইটারের তরফে কোনও উৎসাহ দেওয়া হবে না, বরদাস্ত করা হবে না। 

8.টুইটারে এমন কিছুই পোস্ট করা যাবে না যার থেকে হিংসা ছড়াতে পারে, সেটা অডিও, ভিডিও যাই হোক না কেন। 

9.কোনও রকম বেআইনি কীর্তিকে স্বীকৃতি দেবে না এই মাইক্রো ব্লগিং সাইট। 

Twitter new rules

টুইটারের সত্যতা যাচাই সংক্রান্ত নিয়ম 

কোনও টুইটার ব্যবহারকারী তাঁর নিজের বিষয় কোনও ভুল তথ্য দিতে পারবেন না। কোনও রকম বেআইনি কাজ করা যাবে না টুইটার ব্যবহার করে। অন্যের কনটেন্ট নিজের বলে চালানো যাবে না।

টুইটারের গোপনীয়তা সংক্রান্ত নিয়ম

এক টুইটার ব্যবহারকারী আরেক ব্যবহারকারীর কোনও ব্যক্তিগত তথ্য যেমন বাড়ির ঠিকানা, ফোন নম্বর, ইত্যাদি প্রকাশ করতে পারবেন না। এমনকি এগুলো প্রকাশ্যে আনার হুমকিও দিতে পারবেন না। এছাড়া নিউডিটি সংক্রান্ত কোনও পোস্ট টুইটারে অ্যালাও করা হবে না আর।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo