Samsung ভারতে লঞ্চ করল সস্তা HD Smart TV, দাম মাত্র 12,499 টাকা

HIGHLIGHTS

ভারতে লঞ্চ করল স্যামসাংয়ের নতুন 32 ইঞ্চির HD TV

এই টিভিতে রয়েছে স্যামসাংয়ের নিজের টাইজেন অপারেটিং সিস্টেম

এতে পিসি লাইক ফিচারের সুবিধাও রয়েছে, যার নাম পিসি মোড

Samsung ভারতে লঞ্চ করল সস্তা HD Smart TV, দাম মাত্র 12,499 টাকা

Samsung এর তরফে একদম একটি নতুন স্মার্ট টিভি নিয়ে আসা হল ভারতে। এতে রয়েছে 32 ইঞ্চির HD ডিসপ্লে। উৎসবের মরশুমে স্যামসাংয়ের তরফে ভারতবাসীকে দারুন চমক দেওয়া হল এই Samsung 32 inch HD TV লঞ্চ করে। আল্ট্রা থিন বেজলেস রয়েছে এই টিভিটির তিন দিকে। সঙ্গে রয়েছে একাধিক দারুন এবং উন্নতমানের সমস্ত ফিচার। ফলে যেই গ্রাহকরা দারুন সমস্ত আধুনিক ফিচার সহ 32 ইঞ্চির টিভি কিনতে চাইছেন তাঁদের জন্য এটি একটি দারুন অপশন হতে পারে। Tizen অপারেটিং সিস্টেমের সাহায্যে এই টিভিটি পরিচালিত হবে। এছাড়াও এতে রয়েছে Samsung TV plus service। আর এই সার্ভিসের সাহায্যেই গ্রাহকরা পেয়ে যাবেন একাধিক টিভি চ্যানেলের অ্যাকসেস তাও বিনামূল্যে!

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই টিভির দাম কত?

ভারতে স্যামসাংয়ের এই নতুন 32 HD TV এর দাম হল 13,499 টাকা। Flipkart থেকে গ্রাহকরা এই দামেই টিভি কিনতে পারবেন। কিন্তু তাঁরা যদি Axis অথবা ICICI ব্যাংকের ক্রেডিট অথবা ডেবিট কার্ড ব্যবহার করে কেনাকাটা করেন তাহলে তাঁরা 1,000 টাকা ছাড় পাবেন।

এই টিভিতে কী কী ফিচার রয়েছে?

Samsung 32 inch HD Smart TV তে গ্রাহকরা পাবেন 50 HZ রিফ্রেশ রেট সহ 20W সাউন্ড আউটপুট। এছাড়া আছে Dolby Digital Plus সাপোর্ট সহ বিল্ট ইন স্পিকার। এই টিভিটি পরিচালিত হবে স্যামসাংয়ের নিজের Tizen অপারেটিং সিস্টেমের সাহায্যে। PC Like ফিচারের সাপোর্ট রয়েছে এই টিভিতে। অর্থাৎ গ্রাহকরা চাইলে এই টিভিটিকে কম্পিউটার হিসেবেও ব্যবহার করতে পারবেন।

Samsung 32 Inch Smart HD TV

Game mode, Screen Mirroring Mode, সহ একাধিক mode রয়েছে PC mode এর সঙ্গে এই টিভিতে। Pure colour প্রযুক্তির সাপোর্ট রয়েছে এই টিভির ডিসপ্লেতে। অপটিমাল পিকচার কোয়ালিটি পেতে পারবেন গ্রাহকরা ডার্ক এবং ব্রাইট দুটোর ক্ষেত্রেই। একই সঙ্গে তাঁরা এই টিভিতে পেয়ে যাবেন আল্ট্রা ক্লিন ভিউ প্রযুক্তির সাপোর্ট, এই ফিচারের সাহায্যে ছবির যাবতীয় নয়েজ কম হবে। দর্শকরা পাবেন ঝকঝকে ছবি।

55টি স্থানীয় এবং আন্তর্জাতিক টিভি চ্যানেল দেখার সুযোগ পাবেন গ্রাহকরা Samsung TV Plus সার্ভিসের সাহায্যে। কানেকটিভিটির জন্য এই টিভিতে আছে 2 টো HDMI পোর্ট এবং একটি USB পোর্ট। গ্রাহকরা এই টিভি কিনতে চাইলে Samsung এর অনলাইন স্টোর কিংবা Flipkart থেকে কিনতে পারবেন। সঙ্গে পেয়ে যাবেন একাধিক আকর্ষণীয় ছাড়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo