2020 সালে টেলিকমে আমরা নতুন কি কি জিনিস দেখতে পারি

HIGHLIGHTS

5G প্রধান বিষয়

AI দিয়েও কাজ হবে

2020 সালে টেলিকমে আমরা নতুন কি কি জিনিস দেখতে পারি

যত দিন এগোচ্ছে তত দিন আমাদের এই সভ্যতা যেন এগিয়ে চলছে দ্রুততার সঙ্গে সেই সবের মধ্যে ধিরে ধিরে প্রযুক্তি ময় এই সভব্যতার মধ্যমনি হয়ে উঠেছে টেলিকম। আর এক সময়ে টেলিকম শুধু যে কথোপকথনের পুরধা ছিল তা এবার ধিরে ধিরে এগিয়ে চলেছে আরও একাধিক প্রযুক্তির মধ্যে দিয়ে। নতুন নতুন জিনিস আর নতুন উদ্যোগ জেন প্রযুক্তি আর টেলিকমকে একেকটি নতুন লেয়ার দিয়ে চলেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর আজকে এখানে আমরা আপনাদের সেই সব বিষয়ে বলব যা টেলিকমে এই বছরের মধ্যে এসে যাবে বা  যা এই বছর আসতে চলেছে বলে আমরা জানি সেই সব বিষয়ে আমরা আপনাদের আজকে এখান জানাবার চেষ্টা করব।

5G

টেলিকমের 2020 সালের মধ্যে আসতে চলা বিষয় নিয়ে বলতে গেলে প্রথমেই নাম করতে হয় 5G র। ইউরোপিয়ান ইউনিয়ান অ্যাকশেন প্ল্যান 2025 য়ের মধ্যে 5G রেলওয়ে আর বড় রাস্তায় নিয়ে আসবে বলেছে। আর এর সঙ্গে 5G কানেক্টেড ডিভাইস আর আলয়ট্রা লো লেটেন্সি যুক্ত 5G , উন্নত ডাটা রেট আর এনেবেল স্কিলিংও আছে। আর এর সঙ্গে আছে নতুন ওপেন ডোর আর নেটওয়ার্ক অপারেশান আর কাস্টমার কেয়ার এক্সপিরিয়েন্স।

5G টেলিকম রোলই পরিবর্তন করবে টেলিকম শুধু যে টেকনলজি ডিস্ট্রিবিউটার থাকবে তা না এর সঙ্গে এটি সরকারি, এন্টারপ্রেনার কাস্টমারও আরও অনেক কিছুর জন্য শক্তিশালী 5G দায়ি হবে।

আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স

টেলিকমিউনিকেশানের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একটি দরকারি দিক হিসাবে উঠে এসেছে। ভার্চুয়াল অ্যাসিস্টেন্স এখন একাধিক ব্যাবসায়িক ক্ষেত্রে ব্যাবহার করা হয়। আর এর সঙ্গে চ্যাটবোট আর আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এই ধরনের টুল চালায়। আর এই সব টেলিকমিউনিকেশান কোম্পানির নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স টেলিকমিউনিকেশান কোম্পানির নেটওয়ার্কের অপটিমাইজেশান আর প্রেডিক্টিভ মেন্টেনেন্সের জন্য কাজ করে। আর এর সঙ্গে এটি অ্যানালেটিক্স দেয় আর যা প্রতিদিনের ডাটা ডিটেলসও দেয়।

ইন্টারনেট অফ থিংস( IoT)

টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রি অনেক কিছু ত্নটারনেট অফ থিক্স মার্ক দেয় যা প্রতিদিনের ইন্টারনেট কানেকশান বিষয়ে দেয়। আর ইন্টারনেট থিঙ্কস প্রযুক্তি টেলিকম মনিটার বেস স্টেশান আর ইন্টারনেট নিয়ে যা ইন্সট্রুমেন্টাল আওটি ইন্টারক্রচার দেয়।এই পরিষেবা দেবে IoT.

বিগ ডাটা

টেলিকমিউনিকেশান কোম্পানি গুলি মোবাইল আর অ্যাপে আরও বেশি ভলিউমের ডাটা দেবে। 2020 তে ওয়ারলেস ডাটা অভিজ্ঞতা আরও ভাল হবে। আর এর সঙ্গে কোম্পানি গুলি তাদের গ্রাহকদের এই বিষয়ে আরও বেশি ডাটা দেবে। আর টেলিকমিউনিকেশান কোম্পানি গুলি তাদের নেটওয়ার্কে এক্সট্রাঅডিনারি অ্যামাউন্ট ডাটা আর নেটওয়ার্ক এফিসিয়েন্সি দিতে হবে। এই বিগ ডাটা টেলিকমকে বড় ব্যাবসা হিসাবে প্রতিষ্ঠিত করতে পারে।

রোবোটিক প্রসেস অটোমেশান (RPA)

রোবোটিক প্রসেস অটোমেশান রিপিটেটিভ, রুল বেসড,ম হাই ফিরকুইয়েন্স প্রসেস আর সব কিছু সভজে করবে। আর এর সঙ্গে টেলিকম ডেপলয় RPA এরার রেট আর কস্ট রিডিউস করে আর RPA কাস্টমার সার্ভিস অপশানালা এফিসিয়েন্সি বুস্টেড। আর এর সঙ্গে টেলিকম প্রযুক্তির হায়েস্ট অ্যাডপটেশান রেট RPA প্রযুক্তিতে আছে।

ক্লাউড কম্পিউটিং

ক্লাউড কম্পিউটিং পে পার ইউস পরিষেবা মডেলে কাজ করে আর টেলিকম ইন্ট্রিডিউস করে নতুন পরিষেবা আর এর সঙ্গে বাজারে বেশি এফেক্টিভ কাজ করে। আর এর সঙ্গে ক্লাউড কমিউনিকেশান স্কেল, স্কেলেবিলিটি আর কস্ট এফিকসেন্স টেলিকম টেলিকম। আর এর সঙ্গে টেলিকম প্রোভাইডাররা নিজেরাও তা ব্যাবহার করতে পারবেন।

সাইবার সিকিউরিটি আর রেস্লিলেন্স

আমরা টেলিকমের মাধ্যমে ফোন থেক এভিডিও কল, ইমেল মেসেজ এই সব করে থাকি আর আমরা যে এই পরিষেবায় কতটা নির্ভর করি তাও বোঝা যায়। আর এর সঙ্গে টেলিকমে এই প্রেসার থাকার জন্য অনেক সময়ে ক্রিটিকাল ইনফাস্ট্রাকচার আর টেলিকম ইঙ্ক্রেসিং সাইবার ক্রাইম দেখায়। আর এই সব থেকে সাইবার ক্রাইম হয় তা থেকে কি করে আমরা সুরক্ষিত থাকব যসেই বিষয়েও 5G আমাদের সাহায্য করবে। আর যা আমাদের আরও বেশি সাইবার সুরক্ষা দেবার কথা বলে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo