XIAOMI WATCH COLOR এই বৈশিষ্ট্যর সঙ্গে লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

এই ঘড়িটিতে 1.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে

14 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে

একাধিক সেন্সার যুক্ত

XIAOMI WATCH COLOR এই বৈশিষ্ট্যর সঙ্গে লঞ্চ হয়েছে

শাওমি চিনে একটি নতুন স্মার্টওয়াচ লঞ্চ করবে যা ওয়াচ কালার নামে আসবে। আর এই ওয়ারেলেবের দাম  799 yuan ( প্রায় Rs 8190) রাখা হয়েছে আর এটি কালো, গোল্ড আর সিলভার কালারে আসবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Xiaomi Watch Color  য়ে 1.39 ইঞ্চির AMOLED ডিসপ্লে আছে যার রেজিলিউশান 454 x 454 পিক্সাল আর এটি 110 ওয়াচ ফেস সাপোর্ট করে। আর ওয়াচ ডায়মেনশান 46.2 x 53.3 x 11.4mm য়ের। আর এখানে সার্কুলার চার্জারের সঙ্গে বেস ম্যাগনেটের সঙ্গে যুক্ত আছে।

এই ঘড়িতে 420mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে যা 14 ঘন্টার ব্যাটারি লাইফ অফার করে। আর শাওমি স্মার্টওয়াচ GPS, ব্লুটুথ  5.0, NFC  আর  GLONASS সাপোর্ট যুক্ত নয়। আর এটি 50 মিটার পর্যন্ত ওয়াটার রেজিস্টেন্স যুক্ত। আর এটি অ্যান্ড্রয়েড 4.4 বা তার ওপরের ডিভাইসের সঙ্গে পেয়ার করা যাবে।

Mi Watch স্টেপ্স ট্র্যাক করতে পারে আর এর সঙ্গে সাঁতার কাটা, দৌড়ানো, হার্ট রেটের মতন ফিচার আছে। আর এই ঘড়িটি সাঁতার কাটা, ওয়াটার রেজিস্টেন্স আছে। আর পরে এর সঙ্গে এই ডিভাইসে হার্ট রেট সেন্সার, এক্সপ্লেশান সেন্সার, গায়রোস্কেপ, জিওমেট্রেইক সেন্সার, বায়োমেট্রিক সেন্সার আর অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সার আছে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo