পেটিএমের দারুন টেলিভিশান ডিল

HIGHLIGHTS

ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহারে আছে 10% ইন্সট্যান্ট ডিস্কাউন্টের সুযোগ

এর সঙ্গে আছে প্রোমোকোডের মাধ্যমে পেটিএম ক্যাশব্যাকের সুযোগ

পেটিএমের দারুন টেলিভিশান ডিল

পেটিএমে এই সময়ে আবার ফেস্টিভ সিজান স্পেশাল সেল চলছে। আর এই সময়ে এখানে আপনারা দারুন সব স্মার্ট টেলিভিশান দারুন অফারে কিনতে পারবেন। এর সঙ্গে ICICI ব্যাঙ্কের কার্ড ব্যাবহারে কেনাকাটায় আছে স্পেশাল ডিস্কাউন্ট আর সঙ্গে আছে পেটিএম ক্যাশব্যাকের সুযোগ। আর এর সঙ্গে অবশ্যইক ফ্রি ডেলিভারি, 7 দিনের মধ্যে রিটার্নের মতন সুযোগ আছেই। আর এর সঙ্গে আপনারা এও জানতে পারবেন এখানে সেই জায়গায় টিভির ইন্সটলেশান পাচ্ছেন কিনা বা কোন জায়গায় ফ্রি ইন্সটলেশানের সুযোগ পাওয়া যাচ্ছে। তবে আসুন দারুন এই টিভির দারুন অফার গুলি দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ADSUN

এই 40 ইঞ্চির টেলিভিশানটি আজকে এখানে আপনারা 10,799 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 19,999 টাকা বলা হয়েছে। আর এই টেলিভিশানটি আপনারা ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ইন্সট্যান্ট 10% ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এর সঙ্গে এটি যদি LA7 প্রোমোকোডের মাধ্যমে কেনা হয় তবে আপনারা 756 টাকার পেটিএম ক্যাশব্যাক পাবেন। এখান থেকে কিনুন।

VU 101.6 cm

এই VU য়ের টেলিভিশানটি এখানে আপনারা এমনিতে 17,620 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম 27,000 টাকা বলা হয়েছে। এটি ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে 105 ইন্সট্যান্ট ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এটি BUY2 প্রোমোকোডের মাধ্যমে কিনলে এতে 360 টাকার ক্যাশব্যাক পেতে পারেন। এখান থেকে কিনুন।

Akai 101.6 cm

এই টেলিভিশানটি আপনারা এখানে মাত্র 19,249 টাকায় কিনতে পারবেন। আর সাইটে এর আসল দাম 29,990 টাকা বলা হয়েছে। আর এটি ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ইন্সট্যান্ট 10% ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এটি LA7 প্রোমোকোডের মাধ্যমে কিনলে 1347 টাকার ক্যাশব্যাকে কেনা যাবে। এখান থেকে কিনুন।

CINEVISTA 101.6 cm

এই টেলিভিশানটি এখানে 13,999 টাকায় কেনা যাবে, আর এর আসল দাম এখানে 28,990 টাকা বলা হয়েছে। আর এটি যদি ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কেনেন তবে এতে আরও 10% য়ের ইন্সট্যান্ট ক্যাশব্যাক পাবেন। আর এটি যদি LA7 প্রোমোকোডের মাধ্যমে কেনা হয় তবে 980 টাকার ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এখান থেকে কিনুন।

VIEWME Smart 102 cm

আপনারা এই টেলিভিশানটি এখানে এমনিতে 14,999 টাকায় কিনতে পারবেন। আর এর আসল দাম 27,990 টাকা বলা হয়েছে। আর এটি ICICI ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে কিনলে ইন্সট্যান্ট 10% ডিস্কাউন্ট পাওয়া যাবে। আর এটি LA7 প্রোমোকোডের মাধ্যমে কিনলে এটি 1050 পেটিএম ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন।

নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটের এই দাম আর অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo