HIGHLIGHTS
আপনাদের যদি অ্যাপেল ওয়াচ 2/3 থাকে তবে সেই বিষয়ে খেয়াল রাখতে হবে
এই ওয়াচের অ্যালুমিনিয়াম মডেলের সাইডে ক্র্যাক দেখা গেছে
আপনার কাছে যদি অ্যাপেল ওয়াচের 2/3 থাকে তবে আপনাদের তার স্ক্রিনে খেয়াল রাখতে হবে। San Cupertino জায়েন্ট তাদের একটি অফিসিয়াল পোস্টে জানিয়েছে যে কিছু অবস্থায় স্ক্রিনের গোল সাইডে ক্র্যাক দেখা গেছে আর তারা অ্যাপেল ওয়াচ সিরিজ 2 বা সিরিজ 3 য়ের অ্যালুমিনিয়ান মডেলে এই সমস্যা দেখা গেছে।
Surveyআর এই ক্ষেত্রে কোম্পানি তাদের এই সমস্যা স্বীকার করে অ্যাপেল ওয়াচ মডেলের জন্য ফ্রি ফিক্স করানোর অফার করেছে। তবে অ্যাপেল ওয়াচ এই সময়ে কোম্পানির আলোচিত ডিভাইসের একটি।
আপনি ভারতে থাকলে অ্যাপেল অথরাইজড সার্ভিস প্রোভাইডার আপনার স্ক্রিন রিপ্লেস করে দেবে। আর আপনাদের জানিয়ে রাখি যে স্ক্রিন রিপ্লেসমেন্ট একদম ফ্রিতে হচ্ছে। আপনি যে কোন ভাবে এর জন্য কোন চার্জ দিতে হবে না। আর আপনার কাছে কেউ যদি বিনামূল্যে অ্যাপেল ওয়াচের স্ক্রিন না ঠিক করে দেয় তবে আপনারা তা অ্যাপেলের অফিসায়ল ওয়েবসাইটে জানাতে পারবেন।
অ্যাপেল জানিয়েছে যে রিপেয়ারের পরে আপনার স্মার্টওয়াচ 5 দিনের মধ্যে ফেরত দেওয়া হবে। অ্যাপেলের কাছে হ্যান্ডি গাইড আছে যেখানে স্টেপের বিষয়ে লেখা আছে আর এর বিষয়ে আপনারা এখানে জানতে পারবেন।