ভারতে দুহাজার টাকার মধ্যে লঞ্চ হল এই ইয়ারফোন

HIGHLIGHTS

এই ইয়ারফোনের দাম 1499 টাকা

এর ওজন 25 গ্রামের

এটি 360 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম দেয়

ভারতে দুহাজার টাকার মধ্যে লঞ্চ হল এই ইয়ারফোন

Blaupunkt ভারতে তাদের নতুন রেঞ্জের ইয়ারফোন B-50 লঞ্চ করেছে। আর জার্মানির এই লিডিং ব্র্যানবড ভারতে এই বছরের ফেব্রুয়ারি থেকে তাদের নতুন প্রোডাক্ট নিয়ে আসছে। এর আগে তারা বেশ কিছু নতুন প্রোডাক্ট এখানে লঞ্চ করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই নতুন ইয়ারফোনটির স্পিকার সাইজ 10mm আর এটি 25 গ্রাম ওজনের। এটি 360 ঘন্টার স্ট্যান্ডবাই টাইম দেয়। আর এর সঙ্গে এতে আপনারা 150mAh য়ের ব্যাটারি পাবেন আর এটি 10 ঘন্টা পর্যন্ত প্লেটাইম অফার করে। এর দাম 1,499 টাকা।

এই সদ্য লঞ্চ হওয়া Blaupunkt য়ের ইয়ারফোনটি ভারতে 1,499 টাকায় অ্যামাজন থেকে কেনা যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo