স্যামসাংয়ের নতুন ‘THE FRAME’ টিভিটি স্মার্ট 7-in-1 টিভি হিসাবে লঞ্চ করা হয়েছে

HIGHLIGHTS

এটি একটি 55 ইঞ্চির 1,19,999 টাকার টিভি

32 ইঞ্চির স্যামসাং টেলিভিশানের দাম 22,500 টাকা

40 ইঞ্চির স্যামসাং টিভির দাম 33,900টাকা

40 ইঞ্চির স্যামসাং 7-in-1টিভির দাম 33,900 টাকা

স্যামসাংয়ের নতুন ‘THE FRAME’ টিভিটি স্মার্ট 7-in-1 টিভি হিসাবে লঞ্চ করা হয়েছে

স্যামসাং ভারতে তাদের দুটি টেলিভিশান লঞ্চ করেছে একটি ফ্রেম আর স্মার্ট 7-in-1টিভি। এই টিভি গুলি শুধু অনলাইনে কেনা যাবে। ফ্রেম 32 ইঞ্চির ভেরিয়েন্ট 7-in-1টিভিটি ফ্লিপকার্ট আর স্যামসাংয়ের স্টোরে পাওয়া যাবে। আর এর 40 ইঞ্চির টেলিভিশানটি অ্যামাজন আর স্যামসাং স্টোরে পাওয়া যাবে। 55 ইঞ্চির টেলিভিশান জার দাম 1,19,999 টাকা আর 32 ইঞ্চির স্যামসাং স্মার্ট 7-in-1 টেলিভিশানের দাম 22,500টাকা আর এর 40 ইঞ্চির স্যামসাং 7-in-1 টিভির দাম 33,900টাকা। ফ্রেম্ন নো কস্ট EMI তে 4,999 টাকায় পাওয়া যাবে 12 আগস্ট থেকে। 32 ইঞ্চির স্যামসাং 7-in-1 EMI 999 টাকা আর 40 ইঞ্চির স্যামসাং 7-in-1 টেলিভিশান আগস্টের শেষ সপ্তাহ থেকে কেনা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আমরা যদি এই টেলিভিশান গুলির ফিচার্স দেখি তবে ফ্রেম QLED টিভি আর এটি 1000+ আর্টওয়ার্ক দেখায়। আর এর সঙ্গে এতে মোশান আর ব্রাইট সেন্সার দেওয়া হয়েছে। আর এর সঙ্গে আপনারা এতে ফ্রেম অ্যাডজাস্টমেন্ট ব্রাইট বেসড অ্যাম্বিয়েন্ট লাইট পাবেন। আর এর সঙ্গে আরট স্টোরও আছে। এই রেম 4K TV টি HDR 10+ সাপোর্ট ল্রে। আর এর সঙ্গে এটি বিক্সবি আর গুগল অ্যাসিস্টেন্স এনেবেল ভয়েস কন্ট্রোল সাপোর্ট করে।

স্মার্ট 7-in-1 টিভি সবে এসেছে। আর এর সঙ্গে আপনারা আপনাদের ব্যাক্তিগত কম্পিউটার ক্লাউডের মাধ্যমে কানেক্ট করতে পারবেন। আর গ্রাহকরা ল্যাপটপ আর পার্সোনাল কম্পিউটার ব্যাবহার করতে পারবেন। স্মার্ট 7-in-1 টিভি স্যামসাং Knox যুক্ত। আর এর সঙ্গে এতে মাইক্রোসফটের অফিস 365 ও আছে।

এই টিভিটির সঙ্গে পার্সোনাল যাকবক্স আছে। আর এর থেকে দরকারি জিনিস বেছে নেওয়া যায়। এটি বেশ হ্যান্ডি।

স্যামসাং 7-in-1 টিভি নিজে থেকেই ভার্চুয়াল ক্লাউডে কনভার্ট হয়ে যায়। আর এর সঙ্গে আপনারা USB ডিভাইসও অ্যাড করতে পারবেন।

গ্রাহকরা এর সঙ্গে তাদের টিভির মাধ্যমে লাইভ কাস্ট পাবেন। আর যা কিনা ফেসবুক লাইভের মতন ব্যাপার। গ্রাহকরা স্মার্টফোন মিরার টিভির সঙ্গে কানেক্ট করতে পারবেন। স্মার্ট 7-in-1নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইমের মতন ভিডিও সাপোর্ট করে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo