ভারতে 3,999 টাকায় HUAMI অ্যামেজ ফিট বিপ লাইট স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে

HIGHLIGHTS

ভারতে লঞ্চ হওয়া এই স্মার্টওয়াচ অ্যান্ড্রয়েড আর iOS ডিভাইসের সঙ্গে কাজ করবে

এই স্মার্টওয়াচটি 30 মিটার পর্যন্ত জলে সাঁতারের সময়ে ওয়াটার রেজিস্টেন্স হয়

Huami র এই নতুন স্মার্টওয়াচ 15 জুলাই থেকে অ্যামাজনে কেনা যাবে

ভারতে 3,999 টাকায় HUAMI অ্যামেজ ফিট বিপ লাইট স্মার্টওয়াচ লঞ্চ হয়েছে

Huami Amazfit Bip Lite ভারতে এসে গেছে। এই স্মার্টওয়াচটির দাম 3,999 টাকা আর এটি এক বার চার্জ করলে 45 দিনের ব্যাটারি লাইফ দেয়। আর এই ওয়াচটি অ্যাপেল ওয়াচের মতন দেখতে আর এতে এর মতন PPG হার্ট রেট সেন্সার আছে। আর এর আগের অ্যামেজ ফিট বিপের মত ন এই ওয়াচটি অ্যান্ড্রয়েড আর iOS দুইয়ের সঙ্গেই কাজ করে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এর অপ্টিকাল PPG সেন্সার থ্রি অ্যাক্সিস অ্যাক্সেলোমিটার, ব্যারোমিক্টার আর কম্পাস অ্যাক্টিভিটি ট্র্যাকিং যুক্ত। আর এতে 1.28 ইঞ্চির অলওয়েস হন ডিসপ্লে আছে যা আপনার অ্যাক্টিভিটী অটোমেটিকালি ডিটেক্ট করে। এর সঙ্গে এটি মাল্টি স্পোর্টস ট্র্যাক আর কার্ডিও অ্যাক্টিউভিটি দৌরানও আর সাইকেলিং সহ ট্র্যাক করে।

এই স্মার্টওয়াচটি পড়ে আপনি সাঁতারের সময়ে 30 মিটার পর্যন্ত জলে যেতে পারবেন। আর এর সঙ্গে এটি কার্ভড কর্নার ডিজাইনের সঙ্গে 32 গ্রাম ওজনের।

হুমাই তাদের অ্যামেজফিট বিট লাইট অ্যামাজনের মাধ্যমে 15 জুলাই বিক্রি করবে। আর এটি ভারতে কোম্পানির তৃতীয় স্মার্টওয়াচ। আর এর আগের অ্যামেজ ফিট বিপ ভারতে 5,499 টাকায় লঞ্চ করা হয়েছিল।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo