আর মাত্র দুদিন 4 জুলাই ভারত আসছে PUBG LITE

HIGHLIGHTS

এই মুহূর্তে এটি হংকং, তাইওয়ান, ব্রাজিল আর বাংলাদেশে আছে

4 জুলাই ভারতে আসবে

আর মাত্র দুদিন 4 জুলাই ভারত আসছে PUBG LITE

জনপ্রিয় ব্যাটেল গেম PUBG ভারতে তাদের PUBG Lite বিটা পরিষেবা নিয়ে আছে। এর আগে গত মাসে কোম্পানি জানিয়েছিল যে PUBG লাইটের প্রি রেজিস্ট্রেশান শুরু হয়েছিল। আর এবার এই ভার্সান লো এন্ড পিসি গেমিংয়ের জন্য আসবে যা এর মধ্যে হং কং, তাইওয়ান, ব্রাজিল আর বাংলাদেশে এর মধ্যেই আছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

PUBG কর্পোরেশান আর PUBG Lite VP র প্রধান Brady Choi বলেছেন যে, আমরা সারা বিশ্বে PUBG লাইট নিয়ে আসতে চাই আর  এর মাধ্যমে প্লেয়ারদের সুবিধা হবে।

PUBG লাইট লোয়ার এন্ড হার্ডওয়্যারের জন্য আসবে আর এতে গেমিংয়ের মতন হার্ডওয়্যার থাকা দরকার।

কম করে যা থাকা দরকার

CPU: Core i3 @2.4Ghz
র‍্যাম: 4GB
GPU: Intel HD 4000
HDD: 4GB
OS: Windows 7,8,10 64Bit

রেকমেন্ড সিস্টেম রিকোয়ার্ড

CPU: Core i5 @2.8Ghz
র‍্যাম: 8GB
GPU: Nvidia GTX 660 or AMD Radeon HD 7870
HDD: 4GB
OS: Windows 7,8,10 64Bit

PUBG লাইট বিটা প্রি রেজিস্ট্রেশান 20 জুন শুরু হয়েছে আর এটি 3 জুলাই 12 a.m পর্যন্ত চলবে। আর এর বিট আভার্সান ভারতে 4 জুলাই পর্যন্ত চলবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo