আজ ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে লঞ্চ হল Apple Watch Seris 4 ECG সাপোর্টের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

এটি সিল্ভার, গোল্ড আর স্পেস গ্রে কালারে পাওয়া যাবে, আর এই ডিভাইসের প্রাথমিক দাম $399

আজ ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে লঞ্চ হল Apple Watch Seris 4 ECG সাপোর্টের সঙ্গে লঞ্চ হল

আজ কিছুক্ষণ আগেই অ্যাপেল ক্যালিফোর্নিয়ার স্টিভ জোবস থিয়েটারে অনুষ্ঠিত ইভেন্টে তাদের 4th জেনারেশান অ্যাপেল ওয়াচ লঞ্চ করেদিল। নতুন এই অ্যাপেল ওয়াচ সিরিজে কোম্পানি অনেক পরিবর্তন করেছে। কোম্পানি অনুসারে এটি এখন বিশ্বের সেরা স্মার্টওয়াচ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

অ্যাপেল ওয়াচ 4 সিরিজের উপলব্ধতা

Apple ওয়াচ সিরিজের এই ডিভাইসটি 14 সেপ্টেম্বর থেকে প্রি অর্ডার করা যাবে। আর এর প্রথমিক সেল 21 সেপ্টেম্বর শুরু হবে। এটি সিল্ভার, গোল্ড আর স্পেস গ্রে কালারে পাওয়া যাবে। আর এই ডিভাইসের প্রাথমি দাম $399 । আর সেখানে এর হাই এন্ড ভেরিয়েন্টের দাম $499।

Apple ওয়াচ সিরিজ 4য়ের বৈশিষ্ট্য  আর ফিচার্স

এই ডিভাইসটিতে কোম্পানি এর পার্ফর্মেন্স ডিজাইন আর ফাংশানালিটিতে পরিবর্তন করেছে। এতে নতুন ডিসপ্লে দেওয়া হয়েছে। ঘড়িটিতে এবার এজ টু এজ ডিসপ্লে আর প্রথম ঘড়ির তুলনায় 30% বেশি বড় করা হয়েছে। আর এই ঘড়িতে ইউসাররা নিজেদের পছন্দের ইন্টারফেস দিতে পারবেন। এতে তিনটি নতুন ইউসার ইন্টারফেস দেওয়া হয়েছে।

অ্যাপেল ওয়াচ 4 সিরিজে 64 বিট অক্টা কোর প্রসেসার দেওয়া হয়েছে। আর এছাড়া এতে ফল ডিটেকশান ফিচার আর SOS আছে। আর কোম্পানি এই ডিভাইসে অপ্টিকাল হার্ট সেন্সারেও অনেক পরিবর্তন করেছে।

এই ডিভাইসে ইলেক্ট্রোকার্ডিওগ্রাম দেওয়া হয়েছে। আর শুধু তাই নয় এই ঘড়িটিতে ECG ফিচারও দেওয়া হয়েছে। এর মাধ্যমে আপনি আপনার হার্টের কন্ডিশান চেক করতে পারবেন। অ্যাপেল জানিয়েছে যে এই ঘড়িটির ব্যাটারিও আগের থেকে অনেক ভাল এটি 18 ঘন্টার ব্যাকআপ দেয়। আর একবার চার্জে একদিন চলে যায়।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo