Honor Note 10 স্মার্টফোনটির প্রথম অফিসিয়াল লঞ্চ টিজার দেখা গেল

Honor Note 10 স্মার্টফোনটির প্রথম অফিসিয়াল লঞ্চ টিজার দেখা গেল
HIGHLIGHTS

হনার খুব তাড়াতাড়ি তাদের honor Note 10 স্মার্টফোনটি লঞ্চ করতে পারে, আর এই ডিভাইসটি প্রায় 2 বছর ধরে ডেভলাপমেন্ট হচ্ছিল

হনার তাদের বড় স্মার্টফোনের প্রোজেক্ট নিয়ে খুব তাড়াতাড়ি লঞ্চ করতে পারে, এই ডিভাইসটিকে নিয়ে জানা গেছে যে 2 বছরের ডেভলাপমেন্টে এটি ছিল। আর এছাড়া সম্প্রতি এই ডেভলাপমেন্টের বিষয়ে সত্যতা স্বীকার করা হয়েছে, কারন কোম্পানি নিজে তাদের Honor Note 9 স্কিপ দিয়েছে। আর এটা দেখে এরকম মনে করা হতে পারে যে কোম্পানি আগামী কিছু সময়ের মধ্যে তাদের Honor Note 10 স্মার্টফোন লঞ্চ করতে পারে। আর এই ডিভাইসটি কোন নতুন প্রযুক্তির সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর এতে আপনারা GPU Turbo প্রযুক্তি থাকতে পারে। আর সম্প্রতি লঞ্চ করা ফোনে কোম্পানির এই প্রযুক্তি আছে। আর এর জন্য ফোনের গ্রাফিক্স পার্ফর্মেন্স বারিয়েছে। আর এছাড়া এই ডিভাইসে একটি AI ফিচার যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে।

সোমবার নিজেদের একটি অফিসিয়াল টিজারের মাধ্যমে কোম্পানি ওয়েবোর অ্যাকাউন্টে এই ডিভাইসের বিষয়ে জানিয়েছে। আর এই পোস্টে দেখা গেছে যে Honor Note 9 ফোনের স্কিপ করে তারা তাড়াতাড়ি Honor Note 10 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। আর এই সিরিজে শেষ পর্যন্ত ডিভাইসের বিষয়ে যদি বলি তবে Honor Note 8 2016 তে লঞ্চ করা হয়েছিল, আর এর পরে কোম্পানি এই সিরিজের কোন স্মার্টফোন লঞ্চ করেনি।

আমরা যদি এই ফোনের স্পেক্সের বিশেয় কথা বলি তবে Honor Note 10 স্মার্টফোনে আপনারা HiliSilion Kirin 970 চিপসেট যুক্ত আর এছাড়া এতে আপনারা একটি 6GB/8GB র‍্যামের সঙ্গে 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত হবে। আর এই ফোনে আপনারা একটি 6.9ইঞ্চির QHD+ ডিসপ্লে আছে। আর এই ফিচার্সের বিষয়ে আমরা যদি কথা বলি তবে এতে আপনারা GPU Turbo প্রযুক্তি পাবেন, ফোনে একটি AI ক্ষমতা যুক্ত ডুয়াল ক্যামেরা সেটআপ থাকতে পারে। আর এই ফোনে একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সাসের সঙ্গে একটি ফেস আনলক ফিচার থাকবে আর আপনাদের বলে রাখি যে এই ডিভাইসে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার থাকতে পারে। আর আগামী কিছু দিনের মধ্যে এই ডিভাইসের বিষয়ে আরও অনেক কিছু জানা যাবে। আর এই ডিভাইসের দামের বিষয়েও জানা যাবে।

এর আগের লিক থেকে জানা গেছিল যে এই স্মার্টফোনে 6,000mAh য়ের ব্যাটারির সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর এর সঙ্গে এতে একটি সুপার ফাস্ট চার্জিং সাপোর্টও পাওয়া যাবে। আর এছাড়া এই ফোনে একটি ডুয়াল সেলফি ক্যামেরা সেটআপও পাওয়া যাবে। আর এই ফোনে একটি 18:9 অ্যাস্পেক্ট রেশিও যুক্ত ডিসপ্লে থাকবে।

নোটঃ ফিচার্ড ইমেজটি কাল্পনিক।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo