ট্রিপেল ক্যামেরা সঙ্গে Samsung Galaxy S 10 2019 সালে লঞ্চ হতে চলা ভেরিয়েন্ট গুলির মধ্যে একটি হবে

ট্রিপেল ক্যামেরা সঙ্গে Samsung Galaxy S 10 2019 সালে লঞ্চ হতে চলা ভেরিয়েন্ট গুলির মধ্যে একটি হবে
HIGHLIGHTS

আমরা Huawei P20 সিরিজে দেখেছিলাম তেমনি স্যামসং গ্যালাক্সি S10 সিরিজেও আলাদা আলাদা তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে

2019 সালে স্যামসংও Huawei য়ের মতন জিনিস আনতে চলেছে, আসলে জানা গেছে যে স্যামসং গ্যালাক্সি S10 ফোনেও Huawei P20 সিরিজনের মতন আলাদা আলাদা তিনটি ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। আর এর একটি ভেরিয়েন্টে তিনটি ক্যামেরা থাকতে পারে। বেশ কিছু রিপোর্ট অনুসারে এরকম মনে করা হচ্ছে। আর সম্প্রতি ETNews ওয়েবসাইটে জা দেখা গেছে তা সত্যি বলে স্বীকার করলে পরবর্তী স্যামসং গ্যালাক্সি S10 ডিভাইসটি তিনটি আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হতে পারে। তবে এখন কার ট্রেন্ড অনুসারে এটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করার বিষয়ে কথা হচ্ছে।

কিছুটা এরকমই আমরা Huawei য়ের এই বছরের লঞ্চ করা স্মার্টফোন Huawei P20 সিরিজে দেখেছি, এই ডিভাইসে কোম্পানি তিনিত আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করেছিল আর এর মধ্যে একটি সব থেকে বেশি অ্যাফর্ডেবেল ডিভাইস Huawei P 20 Lite ছিল , ভারতে যা 19,999টাকায় লঞ্চ করা হয়েছিল আর এছাড়া এর Pro ভেরিয়েন্টটি 64,999টাকায় এর ডিভাইসটি ভারতে লঞ্চ করা হয়েছিল আর এর মিড রেঞ্জের ডিভাইসটি এখনও ভারতে লঞ্চ করা হয়নি।

এটা আলাদা বিষয় যে স্যামসং গ্যালাক্সি S10 ডিভাইসে আইরিস স্ক্যানারের যায়গায় 3D ফেস রেকগজেশান ফিচার দেওয়া হতে পারে। The Bell য়ের একটি রিপোর্ট যদি দেখি তবে আপনাদের বলে রাখি যে স্যামসং গ্যালাক্সি S10 কোম্পানির তরফে এমন প্রথম ফোন হবে যাতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারের সঙ্গে লঞ্চ করা হতে পারে। আর এছাড়া এই ডিভাইসটিতে শুধু এই থাকবে তা নয়। কোম্পানি এই ডিভাইসে ইস্রায়েলি কোম্পানি মেন্টিসের সঙ্গে চুক্তি করেছে যারা 3D ফেস স্ক্যানিংয়ের ওপর কাজ করছে। আর যে অ্যাপেলের iPhone X য়ের সঙ্গে অনেকটা মিলে যায়।

আর এই কাজটি যদি স্যামসং সফল ভাবে করে তবে এও বলা যায় যে কোম্পানি এই ডিভাইসে আইরিস স্ক্যানার সরিয়ে দিতে পারে। আর এটি বেট আর ক্সট সেভিংস হবে।

এবার Cashify তে নিজেদের পুরনো মোবাইল বিক্রি করে সঙ্গে সঙ্গে টাকা পান। 200টাকার এক্সট্রাক্যাশব্যাকে পাওয়ার জন্য DIGIT কোডের ব্যাবহার করুন।  

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo