রোভারের কল্যানে মঙ্গলের ধুলো ঝড়ের ছবি দেখা গেল
এই ছবি ইন্টারনেটে ইন্সটাগ্রামে দেখা গেছে
পৃথিবীর বাইরে এই সৌর জগতের অন্যান্য যত গ্রহ বা উপগ্রহ আছে তার মধ্যে মানুষের সব থেকে বেশি আগ্রহ বা উৎসাহ লাল গ্রহ মঙ্গল নিয়ে। আর তাই মঙ্গল নিয়ে একের পর এক গবেষণা আর মঙ্গলে একের পর এক অভিযান চালিয়ে যাচ্ছে মানুষ। আর এসবের মাধ্যেই সম্প্রতি মঙ্গলে এক ভয়ঙ্কর ধুলি ঝড় হয়।
Surveyআর আমরা এই ধুলিঝড়ের কথা আপনাদের কিছু দিন আগেই জানিয়েছিলাম। আর আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মঙ্গলের আরও একটি নতুন খবর।
এই ইলেক্ট্রনিক্স জিনিস গুলির ওপরে Paytm অসাধারন ডিল দিচ্ছে জানুন
সম্প্রতি এই মঙ্গল ঝড়ের একটি ছবি ইন্টারনেটে দেখা যায়।
গত রবিবারে এই ছবিটি সান ডিয়াগোতে কার্টসি রোভার নামে দেওয়া হয়। এটি রোভারের একটি অন্যতম সেরা ফটোগ্রাফির ছবি। রোভার মঙ্গলে পৃথিবীর একটি উপগ্রহ এ কথা আমরা সবাই জানি। এর আগেও রোভার বেশ কিছু ছবি আর তথ্য লাল গ্রহের বিষয়ে আমাদের পাঠিয়েছিল।
এই ধুলো ঝড় আচমকাই শুরু হয়। নাসা আসা করছে যে এটি মানে রোভার মঙ্গলে আরও দীর্ঘ সময় থাকতে পারবে। এর মধ্যেই অবশ্যই এটি সেখানে ১৫ বছর থেকে গেছে।