ইন্টেল মোবাইল, ল্যাপটপের জন্য কোর i9 প্রসেসার লঞ্চ করল

HIGHLIGHTS

ইন্টেল মঙ্গলবার মোবাইল আর ল্যাপটপের জন্য ইন্টেল কোর i9 প্রসেসার লঞ্চ করেছে, এটি গেমিং আর কন্টেন্ট তৈরি জন্য ভাল অভিজ্ঞতা দেবে

ইন্টেল মোবাইল, ল্যাপটপের জন্য কোর i9 প্রসেসার লঞ্চ করল

ইন্টেল মঙ্গলবার মোবাইল আর ল্যাপটপের জন্য ইন্টেল কোর i9 প্রসেসার লঞ্চ করল, এটি গেমিং আর কন্টেন্ট তৈরি জন্য ভাল অভিজ্ঞতা দেবে। কোম্পানি দাবি করেছে যে ইন্টেলের বানানো এই প্রসেসারটি এখনও অব্দি সব থেকে বেশি ভাল পার্ফর্মেন্স দেওয়া ল্যাপটপ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি একটি নতুন ইন্টেল কোর প্ল্যাটফর্ম বৃদ্ধির কথা জানিয়েছে, যা ইন্টেল ‘অপ্টেন্ট’ মেমারির সঙ্গে 8ম জেনারেশানের কোর প্রসেসারের সুবিধা দেবে।

Amazon, Flipkart য়ের বেশ কিছু স্মার্টফোন ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে

ইন্টেল এক জায়গায় বলেছে যে 8ম জেনারেশানের ইন্টেল কোর i9, i7 আর i5 প্রসেসার ফর ল্যাপটপের প্ল্যাটফর্ম নির্ভর।

একটি বক্তব্যে বলা হয়েছে যে ডেক্সটপ প্রসেসার গেমপ্লের সময় 41শতাংসর বেশি ফ্রেম দিত আর 4k ভিডিও এডিট করতে 59 শতাংস অব্দি দ্রুত পার্ফর্মেন্স করে।

অষ্টম জেনারেশানের ইন্টেল কোর I9-8950 এইচকে প্রসেসার প্রথম মোবাইল ইন্টেল প্রসেসার যা ছোট কোর আর 12টি থ্রেডস যুক্ত, যা ইউজার্সদের সব থেকে বেশি গুনের মোবাইল ভিআর আর নিউ ইউন্ডোজ মিক্সট রিয়েলিটির অভিজ্ঞতা দেয়।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন
 

আর এছাড়া কোম্পানি ইন্টেল 300 সিরিজের চিপসেটও লঞ্চ করেছে, জা দ্রুত কানেকশানের জন্য গীগাবিট ওয়াই-ফাই একত্রিত করে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo