Xiaomi Mi LED স্মার্টটিভিটি আজকে ফ্লিপকার্টে দুপুর ২টো থেকে কিনতে পাওয়া যাবে

HIGHLIGHTS

4.9 mm এর পাতলা এই টিভিটি 4K HDR সিনোমেট্রির অভিজ্ঞতা দেয় এর দাম 39,999 টাকা

Xiaomi Mi LED স্মার্টটিভিটি আজকে ফ্লিপকার্টে দুপুর ২টো থেকে কিনতে পাওয়া যাবে

ভারতে নিজেদের দুটি স্মার্টফোন লঞ্চ করার সঙ্গে সগে সাওমি ওই একই দিনে তাদের এলইডি টিভিটি লঞ্চ করে দিয়েছে। আর এই টিভিটি আজকে প্রথম বার ফ্লিপকার্টে সেলের জন্য পাওয়া যাবে। এই টিভিটি আজ দুপুর ২টোয় অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

4.9 mm এর পাতলা এই টিভিটি 4K HDR সিনোমেট্রির অভিজ্ঞতা দেয় এর দাম 39,999 টাকা।

55 ইঞ্চির এই টিভিটি 4K HDR ডিসপ্লে যুক্ত। ইউজার্স এতে একটি Mi IR কেবেল ফ্রি পাবে। আর এছাড়া ফ্রি অনসাইট ইন্টেলিজেন্সের সঙ্গে হাঙ্গামা প্লে আর সোনি লাইভের ফ্রি সাবস্ক্রিপশান ৩ মাসের জন্য পাওয়া যাবে।

Mi LED স্মার্ট TV 4 অ্যান্ড্রয়েড নির্ভর সাওমির আইএসে চলে কিন্তু গুগল প্লে স্টোর সাপোর্ট করে না। Mi LED স্মার্ট TV 4 15টি ভারতীয় ভাষায় কানেক্ট করা যাবে। Mi LED স্মার্ট TV 4 শুধু ফ্লিপকারট Mi.কম আর Mi হোমে পাওয়া যাবে আর এর প্রথম সেল 22 ফেব্রুয়ারি হবে।

Mi LED স্মার্ট TV 4 স্পেক্সকেমন তা এবার দেখে নেওয়া যাক।55 ইঞ্চির এই Mi LED স্মার্ট TV 4 4.9mm এর পাতলা লাইট ডিজাইন যুক্ত, যা 4K আর HDR সাপোর্ট করে, এই টিভিটি সাওমির প্যাচেবেল আইএস যুক্ত। আর এতে 2GB র‍্যাম আর 8GB স্টোরেজ দেওয়া হয়েছে।

কানেক্টিভিটির ক্ষেত্রে এই টিভিটি ডুয়াল ব্যান্ড ওইয়াই-ফাই আর ব্লুটুথ 4.0 ব্যবহার যোগ্য। এটি 3 HDMI পোর্টস, 1 ARC, 1 USB 3.0 পোর্ট আর 1 USB 2.0 পোর্ট অফার করে। প্রেসসিং ইউনিটের জন্য Mi TV 4 এ মালী T830 গ্রাফিক্সের সঙ্গে এমলজিক 64 বিট কোয়াড কোর CPU যুক্ত। সাউন্ড সেকশানে Mi TV 4 Dolby+DTS সিনেমা অডিও কোয়ালিটি অফার করে। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo