ভারতে সস্তার ফিটনেস ট্র্যাকার লঞ্চ হল

HIGHLIGHTS

চিনের কোম্পানি তাদের দুটি ফিটনেস ট্র্যাকার ভারতে লঞ্চ করেছে

ভারতে সস্তার ফিটনেস ট্র্যাকার লঞ্চ হল

চিনের স্মার্টগ্যাজেট তৈরির কোম্পানি সিবারসং শুক্রবার তাদের ফিটেনেস ট্র্যাকার সিরিজ ‘ওয়েব বিপি’ ও ‘ওয়েব ফিট’ লঞ্চ করেছে। এদের দাম যথাক্রমেঃ ৩,২৯৯ টাকা এবং ২,১৯৯ টাকা। ‘ওয়েব বিপি’ তে সেন্সার লোগো আছে যা রক্তচাপের নজর রাখে আর ‘ওয়েব ফিট’ এর ব্যবহার সারা দিনের গতিবিধির ওপর নজর রাখার জন্য করা যাবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সিবসং এর প্রধান কার্যকারী অধিকর্তা নবীন কুমার একটি বয়ানে বলেছেন যে, “ আমরা প্রিমিয়াম ফিটনেস ট্র্যাকার ‘ওয়েব বিপি’ আর ‘ওয়েব ফিট’ ভারতীয় বাজারে লঞ্চ করে রোমাঞ্চিত”।   

সিবসং এর সহস্থাপক লিয়ু চুনমিং বলেছেন, “আমরা ফিটনেসের ব্যাপারে সচেতন ক্রতে ও তার বিস্তারের প্রতি দায়বদ্ধ, আর এর সঙ্গে আমরা এদের মজাদার বানানোর চেষ্টাও করি”। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo