Airtel, Rs 999 এর নতুন প্ল্যান নিয়ে এলঃ 4GB 4G/3G ডাটা প্রতিদিন, 28 দিনের বৈধতার সঙ্গে

HIGHLIGHTS

Bharti Airtel নতুন 999 এর প্ল্যান শুধু প্রিপেড গ্রাহকদের জন্য, এই প্ল্যানে সমস্ত লোকাল আর STD কল আছে আর একজন গ্রাহক Airtel পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে রিচার্জ করালে গ্রাহকরা 50% অব্দি ক্যাশব্যাকও পাচ্ছে

Airtel, Rs 999 এর নতুন প্ল্যান নিয়ে এলঃ 4GB 4G/3G ডাটা প্রতিদিন, 28 দিনের বৈধতার সঙ্গে

Airtel একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, যাতে Rs 999 এর রিচার্জে প্রতিদিন 4GB 3G/4G ডাটা আর আনলিমিটেড লোকাল আর STD কল পাওয়া যাচ্ছে। তবে এই প্ল্যানটি শুধু প্রিপেড ইউজার্সদের জন্য বৈধ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

যদি গ্রাহকরা চেক করে দেখতে চান যে তাদের প্রিপেড নম্বরে নতুন 999 প্ল্যান পাওয়া যাচ্ছে কিনা, তবে ইউজার্সকে Airtel এর রিচার্জ পোর্টালে গিয়ে নিজের মোবাইল নম্বর দিতে হবে। 10 সংখ্যার মোবাইল নম্বর দেওয়ার পরে ইউজার্সকে ‘Browse Packs’ সেকশানে গিয়ে ‘Internet’ অপশানটি বাছতে হবে। এই স্পেশাল রিচার্জ অফারটির সুবিধা My Airtel অফারের মাধ্যমেও পাওয়া যাবে। 

এছাড়া যদি ইউজার্সরা এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের মাধ্যমে Rs 999 প্যাকের রিচার্জ করেন তবে 50 শতাংশ অব্দি ছাড়ের সুবিধা পেতে পারেন।

Airtel এর Rs 999 প্রিপেড প্ল্যানে ইউজার্সরা 28 দিনের জন্য 112GB ডাটা (4GB প্রতিদিন) পাওয়া যাচ্ছে। এই প্ল্যানটি অপ্রত্যক্ষ ভাবে Reliance Jio’র Rs 999 প্ল্যানের প্রতিযোগী, যাতে 90GB ডাটা আর আনলিমিটেড লোকাল আর STD কল পাওয়া যায় আর যার বৈধতা 90 দিনের। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo