Saregama Carvaan Mini পোর্টেবেল ব্লুটুথ স্পিকার, দাম Rs. 2,490

HIGHLIGHTS

এই স্পিকারটি saregama.com, Amazon আর retail stores এর Croma আর Reliance Digital থেকে কেনা যেতে পারে

Saregama Carvaan Mini পোর্টেবেল ব্লুটুথ স্পিকার, দাম Rs. 2,490

Saregama India সোমবার একটি নতুন পোর্টেবেল স্পিকার Carvaan Mini লঞ্চ করা হয়েছে। এতে রেট্রো হিন্দি গান প্রি- লোডেড আছে। এর দাম Rs. 2,490। এটি রেড আর ব্লু রঙ্গে পাওয়া যাবে। এই স্পিকারটি saregama.com, Amazon আর retail stores এর Croma আর Reliance Digital থেকে কেনা যেতে পারে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নাম থেকেই বোঝা যাচ্ছে যে Carvaan Mini আগের Carvaan এর থেকে আকারে ছোট। Carvaan Mini অরিজিনাল স্পিকার ক্লাসিক পোর্টেবেল লুকের। এই স্পিকারে এক দিকে মিনিয়েচার স্পিকার আছে যা  গ্রিল দিয়ে কভার করা হয়েছে। এর সাইডে সারেগামা মোড, USB আর ব্লুটুথ এর জন্য বটন দেওয়া হয়েছে।

Carvaan Mini স্পিকারে আপনি মহম্মদ রফি, কিশোর কুমার, লতা মঙ্গেস্কার বা আশাভোষলে এঁদের গান প্রিলোডেড থাকবে। ইউজার্সরা এই রেডিওটিকে তিন ভাবে ব্যবহার করা যায়। ব্লুটুথ 4.1, USB 2.0 আর অ্যাক্স জোন। এই স্পিকারটি রিচার্জেবেল ব্যাটারির সঙ্গে পাওয়া যায়। যা একবার রিচার্জ করলে ৪ ঘণ্টা থেকে ৫ ঘণ্টা অব্দি ব্যাবহার করা যাবে।

Saregama র ম্যানেজিং ডিরেক্টার Vikram Mehra এই বিষয়ে জানিয়েছেন যে Carvaan Mini সঙ্গীতপ্রেমীদের পছন্দ হবে।

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo