Apple iPhone 8 এর এই ফিচারটি লিক হল

HIGHLIGHTS

iPhone 7 এর ওজন 138 গ্রাম, আর iPhone 7 Plus এর ওজন 188 গ্রাম হবে

Apple iPhone 8 এর এই ফিচারটি লিক হল

এবার apple এর নতুন স্মার্টফোন iPhone 8  এর বিষয়ে একটি নতুন খবর জানা গেছে। এই ডিভাইসটির বিষয়ে আগেও বেশ কিছু লিক সামনে এসেছিল। iDropnews এর রিপোর্ট অনুসারে এই ডিভাইসটি তাদের অন্যান্য ডিভাইসের তুলনায় আকারে বড় হবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

এই ডিভাইসেটির সাইজ 143.59×70.94×7.57 mm হবে। তবে iPhone 7 এর সাইজ 138.3×67.1×7.1 mm হবে। এছাড়া iPhone 8 ডিভাইসটি iPhone 7 এর তুলনায় কিছুটা মোটা হবে।

আরও দেখুনঃ Vivo V5 Plus এর সম্পর্কে এই ভিডিওটিতে আরও ডিটেলসে জানুন

এছাড়া এই ডিভাইসটি অন্যান্য iPhone এর তুলনায় বেশি ভারি হবে। iPhone 7 এর ওজন 138 গ্রাম, আর iPhone 7 Plus এর ওজন 188 গ্রাম হবে। iDropnews এর অন্য খবরও তাদের নিজস্ব ওয়েবসাইটে দিয়েছে।

আরও দেখুনঃ Xiaomi Redmi 5 এর লাইভ ইমেজ লিক হল

আরও দেখুনঃ Nokia 3310 (2017): এর ক্যামেরাটি আদতে কেমন!!

সোর্সঃ

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo