HIGHLIGHTS
এই ফোনটি কিনতে হলে কম করে Rs 10,000 এর ডাউন পেমেন্ট করতে হবে
লাগজারি ফোন ব্র্যান্ড Vertu নতুন লিমিটেড এডিশন ফিচার ফোন The Signature Cobra লঞ্চ করেছে। এই ফিচার ফোনটির দাম Rs 2.3 কোটি। এই ফোনটি কেনার জন্য কম করে Rs 10,000 এর ডাউন পেমেন্ট করতে হবে।
Surveyখবর অনুসারে কোম্পানি এই ফোনটি শুধু 8 ইউনিট বানিয়েছে। GizChina অনুসারে Vertu কোম্পানির হোম কান্ট্রি চায়নাতে এই ফোনটির মাত্র একটি ইউনিট পাওয়া যাবে। সেখানে সারা পৃথিবীতে এই ফোনটির মোট 8 ইউনিট কিনতে পাওয়া যাবে।
আরও দেখুনঃ Xiaomi Mi Max 2 জুলাইতে ভারতে লঞ্চ হতে পারে
কোম্পানি দাবি করেছে যে এই ফিচার ফোনটিতে 439 রুবি লাগানো হয়েছে। এই ফোনটিকে ম্যানুয়েলি অ্যাসেম্বেল করা হয়েছে। এই ফোনটিকে জুয়েলারি ব্র্যান্ড Boucheron ডিজাইন করেছে।
আপনাদের বলেদি যে Vertu একটি লাগজারি ফোন তৈরির ব্র্যান্ড যা দামি স্মার্টফোন তৈরি করার জন্য পরিচিত।
আরও দেখুনঃ Huawei Y6 2017 ফ্রন্ট ফ্ল্যাশ আর 3000mAh ব্যাটারির সঙ্গে লঞ্চ হল
আরও দেখুনঃ Moto G5S Plus এর ছবি অনলাইনে লিক হয়েছে