Intex Aqua Crystal Plus লঞ্চ হল, দাম Rs.6799

HIGHLIGHTS

এই ফোনটিতে 5-ইঞ্চির ডিসপ্লে আছে

Intex Aqua Crystal Plus লঞ্চ হল, দাম Rs.6799

Intex Aqua Crystal Plus স্মার্টফোনটি ভারতে লঞ্চ করা হয়েছে. এর দাম Rs.6799 করা হয়েছে. এটি ব্ল্যাক রঙে পাওয়া যাচ্ছে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Intex Aqua Crystal Plus স্মার্টফোনটির ফিচার্সের দিকে দেখলে দেখা যাবে যে এতে 5 ইঞ্চির HD IPS ডিসপ্লে আছে. এই ডিসপ্লের রেজিলিউশন 700×1280 পিক্সাল. এতে 1.2GHz কোয়াড কোর মিডিয়া টেক MTK6737M প্রসেসার যুক্ত. এর সঙ্গে এতে মালী T720 MPI GPUও দেওয়া হয়েছে.

আরো দেখুন: Micromax Canvas 2 2017 ভারতে লঞ্চ হল, দাম Rs.11,999

এটি 2GB র্যাম আর 16GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত. এই ফোনটির স্টোরেজ মাইক্রো এসডি কার্ড দিয়ে 128GB অব্দি বাড়ানো যেতে পারে.

আরো দেখুন: Xiaomi Redmi 4 অ্যামাজনে সেলের জন্য পাওয়া যাবে

আরো দেখুন: Honor 8 Lite স্মার্টফোন ভারতে লঞ্চ হল, এর দাম Rs.17,999

ইমেজ সোর্স:

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo