ওপ্পো তাড়াতাড়ি তাদের নতুন ব্লকবাস্টার নিয়ে আসবে

HIGHLIGHTS

ওপ্পোর নতুন সেলফি সেন্ট্রিক স্মার্টফোন ওপ্পো F3 খুব তাড়াতাড়ি বাজারে আসতে চলেছে, এটির সঙ্গে বাহুবলীর ও কানেকশান আছে!

ওপ্পো তাড়াতাড়ি তাদের নতুন ব্লকবাস্টার নিয়ে আসবে

ভারতবর্ষে রিল লাইফের সঙ্গে রিয়াল লাইফের একটা সম্পর্ক সবসময়ই থাকে. অনেকের স্বপ্ন থাকে ক্যামেরার সামনে আসার, আপানরও যদি ইটা স্বপ্ন হয় তবে এবার আপনার স্বপ্ন সত্যি করতে ওপ্পো আপনার সাহায্য করবে. আসলে ওপ্পো এবার খুব তাড়াতাড়ি ভারতে তাদের নতুন সেলফি সেন্ট্রিক স্মার্টফোন নিয়ে আসবে, যাকিনা ইটা প্রমান করে যে আপনি যখনই আপনার ক্যামেরার সমানে আসতে চাইবেন তখনই, আপানকে ক্যামেরায় আরো ভাল দেখাতে সাহায্য করবে ওপ্পো. ওপ্পো ভারতে তাদের কানেকশান আরো মজবুত করার জন্য এবার দেশের সবথেকে বড় ফিল্ম বাহুবলী 2 এর সঙ্গে পার্টনারশিপ করেছে. এই ফিল্মটির মাধ্যমে ওপ্পো একটি নতুন ব্লকবাস্টার আনার পরিকল্পনা করছে. কিন্তু এর জন্য আপনাকে 4মে অব্দি অপেক্ষা করতে হবে.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ওপ্পোর পরবর্তী প্রজন্মের সেলফি সেন্ট্রিক ডিভাইস ওপ্পো F3 স্মার্টফোন 4 মে আনা হবে আর আমাদের অনুমান যে আমাদের হাতে এবার একটি ব্লকবাস্টার আছে. ওপ্পো F3 তে ডুয়াল-ক্যামেরা সেটআপ থাকবে, যেমনটা আমরা ওপ্পো F3 প্লাসে দেখেছি. অর্থাত, আপনি স্ট্যান্ডার্ড সেলফি নেওয়ার জন্য একটি ক্যামেরা পাচ্ছেন আর দ্বিতীয় ক্যামেরা দিয়ে আপনি ওয়াইড অ্যাঙ্গেল শটস নিতে পারবেন. ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সঙ্গে সেলফি নিতে পারবেন. আপনার সেলফি নেওয়ার সময় অনেক স্পেস পাওয়া যায়. এই ফোনেও আপনি ওপ্পো F3 প্লাসের মতন পাওয়ারফুল স্পেকস পাবেন এর সঙ্গে এই নতুন স্মার্টফোনের ফর্ম ফ্যাক্টার F3 প্লাসের থেকে ভাল, যার সবাই প্রশংসা করবে.

বাহুবলী 2 আর ওপ্পো F3 র লঞ্চিং দেখে এরকম মনে হচ্ছে যে ভারতে উত্সাহিত হওয়ার মতন দুটি কারন পাওয়া গেছে!

[স্পন্সর]

Sponsored

Sponsored

This is a sponsored post, written by Digit's custom content team. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo