রিলায়েন্স জিও’র এই প্ল্যানের মাধ্যমে আপনি পাবেন 60GB 4G ডেটা

HIGHLIGHTS

এই প্ল্যানটির ভ্যালিডিটি ৬০ দিনের রাখা হয়েছে.

রিলায়েন্স জিও’র এই প্ল্যানের মাধ্যমে আপনি পাবেন 60GB 4G ডেটা

রিলায়েন্স জিও তাদের ৪জি পরিষেবা ভারতে ২০১৬র সেপ্টেম্বরে নিয়ে এসেছিল। তখন থেকে ৩১ মার্চ ২০১৭ পর্যন্ত রিলায়েন্স জিও'র সমস্ত পরিষেবা গ্রাহকদের জন্য বিনামুল্যে দেওয়া হয়েছে। সম্প্রতি রিলায়েন্স জিও তাদের বেশ কিছু প্যাকের কথা ঘোষণা করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আসলে সম্প্রতি জিওর একটি নতুন প্ল্যানের বিষয়ে জানা গিয়েছে। এই প্ল্যানের মাধ্যমে রিলায়েন্স জিও ৯৯৯টাকা'য় ব্যবহারকারীদের ৬০ জিবি ৪জি ডাটা, আনলিমিটেড ফোন ও মেসেজের সঙ্গে জিও দিচ্ছে। এই প্যাকটির ভ্যালিডিটি ৬০ দিনের করা হয়েছে। যদিও এই প্যাকটি ব্যবহার করতে হলে গ্রাহকদের জিওর প্রাইম মেম্বারশিপ এর সদস্য হতে হবে।

আরও দেখুন : নকিয়া এবং #HMD গ্লোবাল তার নতুন নকিয়া 3310 কে চালু করে..

সম্প্রতি জিওর অন্যান্য অফারের কথাও জানা গিয়েছিল, যেমন, ৩০৩ টাকার প্ল্যানের  মধ্যে গ্রাহকরা ৩০জিবি ৪ জি ডাটা ২৮ দিনের জন্য পাবে। এছাড়াও ১৯ টাকা মূল্যের প্ল্যানের বিষয়েও জানা গিয়েছিল, এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা ২০০এমবি ৪ জি ডাটা পাবে, এই প্ল্যানটি একদিনের জন্য বৈধ হবে।

এর সঙ্গে ৪৯৯ টাকা মূল্যের প্ল্যানের বিষয়েও জানা গিয়েছে, এর মধ্যে গ্রাহকরা ৫৬জিবি ৪ জি ডাটা পাবে। এই প্ল্যানের মধ্যে গ্রাহকরা প্রতিদিন ২জিবি ৪জি ডাটার লিমিট পাবে। এই অফারটি ২৮ দিনের জন্য বৈধ হবে।

আরও দেখুন : নতুন ডুয়েল ক্যামেরা নিয়ে ZTE Z17 মিনি ২১ মার্চ সম্ভবত বাজারে আসতে চলেছে

আরও দেখুন : এয়ারটেল দিচ্ছে তিন মাস ৩০ জিবি করে ডেটা ফ্রি!

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo