৩১ মার্চের পর আরও কয়েক মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে জিও

HIGHLIGHTS

৩১ মার্চের পর আরও তিন মাস আপনি ‘ফ্রি’ হাই স্পিড 4G ডেটা পাবেন জিও-র কাছ থেকে৷

৩১ মার্চের পর আরও কয়েক মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে জিও

৬ মাসের সফল পরীক্ষামূলক পরিষেবা প্রদানের পর আগামী ৩১ মার্চ ফ্রি 4G ডেটার মেয়াদ ফুরোচ্ছে রিলায়েন্স জিও-র৷ এই পর্যন্ত তো সকলেরই জানা৷ কিন্তু এই ভেবে মন খারাপ করবেন না৷ জিও গ্রাহকদের জন্য সুখবর! কারণ, ৩১ মার্চের পর আরও তিন মাস আপনি ‘ফ্রি’ হাই স্পিড 4G ডেটা পাবেন জিও-র কাছ থেকে, দিতে হবে শুধু কিছুটা সার্ভিস ট্যাক্স৷

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

১লা মার্চ থেকে ৩১ মার্চের মধ্যে জিও-প্রাইম-এর সদস্যপদ নিতে হবে গ্রাহকদের। এর জন্য ৯৯ টাকা দিতে হবে। ১ এপ্রিল থেকে জিও-র ট্যারিফ প্ল্যান শুরু হচ্ছে। জিও-র সমস্ত ট্যারিফ প্ল্যানে যেকোনও নেটওয়ার্কে সমস্ত ডোমেস্টিক ভয়েস কল ফ্রি। প্রোমো অফার শেষ হয়ে গেলে ১ এপ্রিলের পর থেকে জিও-র নেটওয়ার্কে কোনও রোমিং নেই। আমেজান থেকে 799 টাকায় কিনুন Ambrane 10000Mah Power Bank

আরও দেখুন : ইলেক্ট্রিক কার এর ইতিহাস জানতে দেখুন এই ভিডিও।

জিও-র ফ্রি ভয়েস কল ও ফোর-জি ডেটা প্রায় ৭২ মিলিয়ন গ্রাহককে এই সংস্থার সঙ্গে জুড়ে দিয়েছে৷ গত বছরের সেপ্টেম্বর থেকে চালু হয়েছিল জিও-র বাণিজ্যিক পরিষেবা৷ জিও-র ধাক্কায় ভারতী এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া-র মতো সংস্থাকে বাধ্য হতে হয়েছে কল রেট ও ডেটা প্ল্যানের দাম কমাতে৷ সূত্রের খবর, বাজারে এই আধিপত্য ধরে রাখতে চায় মুকেশ অম্বানির সংস্থা৷ তাই প্রতিযোগী যে কোনও সংস্থার চেয়ে অনেকটাই কম দামে ফোর-জি ডেটা দিতে চায় সংস্থাটি৷প্রাইম মেম্বারশিপ ঘোষণা করেছে জিও।জিও-র প্রাইম মেম্বাররা ৩১ মার্চ ২০১৮ পর্যন্ত জিও-র হ্যাপি নিউ ইয়ার অফার এনজয় করতে পারবেন। একবার ৯৯ টাকা প্রতি বছরে ফি দিয়ে গ্রাহকেরা জিও-র প্রাইম মেম্বারশিপ গ্রহণ করতে পারবেন।

*জিও ‘প্রাইম মেম্বারশিপ’-এর ঘোষণা করলেন মুকেশ আম্বানি।

*বর্তমান জিও গ্রাহকদের আগামী ১ থেকে ৩১ মার্চের মধ্যে ৯৯ টাকা খরচ করে ‘প্রাইম মেম্বারশিপ’ নেওয়ার সুযোগ থাকছে।

*এই মেম্বারশিপ নিলে প্রতিমাসে ৩০৩ টাকার বিনিময়ে মিলবে দৈনিক ১ জিবি করে হাইস্পিড ফোর-জি ডেটা-সহ হ্যাপি নিউ ইয়ার অফারের সমস্ত সুযোগ-সুবিধা।

*মিলবে ১০ হাজার টাকার সিনেমা, গান, ভিডিও-সহ জিও অ্যাপসের অন্যান্য সুযোগ-সুবিধা।

*২০১৭-র মধ্যে ভারতের মোট জনসংখ্যার ৯৯ শতাংশ দোরগোড়ায় পৌঁছে যাবে রিলায়েন্স জিও।

*প্রতিদিন জিও-র নেটওয়ার্ক মারফত ৫.৫ কোটি ঘণ্টার ভিডিও আদান-প্রদান হয়।

 আমেজান থেকে 799 টাকায় কিনুন Ambrane 10000Mah Power Bank

আরও দেখুন : জিও’র আরেকটি কিস্তি মাত, সেকেন্ডে ১ জিবি স্পিড দেবে জিও!

আরও দেখুন : স্ন্যাপডিলে LeEco Le2 স্মার্টফোনে পাবেন ফ্রি জিও সিম ও ফ্লাইট বুকিংয়ে ছাড়

আমেজান থেকে 799 টাকায় কিনুন Ambrane 10000Mah Power Bank

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo