এয়ারটেল নিয়ে এল আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল, সঙ্গে 3GB ডেটা

HIGHLIGHTS

এই অফার প্রিপেইড এবং পোস্টপেইড দুজন গ্রাহকের জন্যই।

এয়ারটেল নিয়ে এল আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল, সঙ্গে 3GB ডেটা

ডেটা যুদ্ধ! দেশের টেলিকম বাজারে এই 'যুদ্ধ' কমার কোনও ইঙ্গিত নেই। জিওকে টেক্কা দিয়ে এবার কিস্তিমাত করল এয়ারটেল। এয়ারটেল নিয়ে এল ৫৪৯ টাকার প্ল্যান। যাতে থাকছে আনলিমিটেড ফ্রি লোকাল ও STD কল। সেইসঙ্গে ৩জিবি ডেটা। সোজা কথায় গ্রাহকদের বুঝিয়ে দেওয়া, লড়াই ময়দান ছাড়ছে না এয়ারটেল।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আরও দেখুন : অ্যামাজন ক্রিস্টমাস বোনানজা, মোটো G4, মোটো G4 প্লাস এবং মোটো G4 প্লে স্মার্টফোনে পাওয়া যাচ্ছে 2,000 টাকার ছাড়

জিওকে টেক্কা দিতে এবার এয়ারটেল নিয়ে এসেছে দুটি জবরদস্ত প্ল্যান। একদিকে সস্তার ডেটা, অন্যদিকে ফ্রি কল। প্রিপেইড এবং পোস্টপেইড , দুয়ের জন্যই। ৫৪৯ ও ৭৯৯ টাকায় দুটি ইনফিনিটি প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল।

দেশের মধ্যে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা ভোগ করতে পারবেন গ্রাহকরা। সেইসঙ্গে পাবেন 4G ডেটা সুবিধা। দুটি প্ল্যানেই থাকছে ফ্রি ইনকামিং কল। সেইসঙ্গে প্রতিদিন ১০০টা করে SMS।

আরও দেখুন : টুইটারেও এবার মিলবে লাইভ ভিডিও সুবিধা

আরও দেখুন : হোয়াটসঅ্যাপে এবার মেসেজ পাঠানোর পরেও করা যাবে এডিট

Team Digit

Team Digit

Team Digit is made up of some of the most experienced and geekiest technology editors in India! View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo