Google Meet down: ভারতে গুগল মিট ডাউন, মিটিং জয়েন করতে হচ্ছে সমস্যা
Google Meet down: জনপ্রিয় অনলাইন ভিডিও কল এবং মিটিং প্ল্যাটফর্ম গুগল মিট বুধবার ভারতের অনেক ইউজারদের জন্য বন্ধ ছিল। প্ল্যাটফর্মে অনলাইন মিটিংয়ের সময় ব্যবহারকারীরা সমস্যার কথা রিপোর্ট করেছে। Downdetector সাইটে দুপুর প্রায় 12.09 টাকা নাগাদ 1500 জনের বেশি ইউজার রিপোর্ট করে সমস্যার কথা জানিয়েছে।
Surveyএই প্ল্যাটফর্মের মাধ্যমে, সারা বিশ্বের মানুষ যেকোনো সময় যেকোনো স্থান থেকে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিতে এবং যেকোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারে। আজ, গুগল মিটের ওয়েব ভার্সনটি আচমকা বন্ধ হয় যায়, যার কারণে লোকেরা এই পরিষেবার সুবিধা নিতে পারছে না।
আরও পড়ুন: BSNL এর 100GB ডেটা সহ সস্তা রিচার্জ প্ল্যানের আগে সব ফেল, Jio এবং Airtel এর হাওয়া টাইট

ডাউন ডিটেক্টরের লেটেস্ট রিপোর্ট অনুযায়ী, ভারতে গুগল মিটের সমস্যাটি সকাল 11 টার আগে অর্থাৎ সকাল 10.52 মিনিটে শুরু হয়েছিল এবং প্রায় আধ ঘন্টা পরে অর্থাৎ সকাল 11:22 মিনিটে 400 জনেরও বেশি মানুষ গুগল মিটে সমস্যার বিষয়ে অভিযোগ করেছিলেন। এরপর, প্রায় 11:30 মিনিট নাগাদ, 900 জনেরও বেশি মানুষ গুগল মিট ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছিলেন।
কোম্পানির তরফে গুগল মিট এর আউটেড নিয়ে এখন পর্যন্ত কোনো তথ্য দেওয়া হয়নি। গুগল মিট এর ওয়েব ভার্সন ওপেন করলে স্ক্রিনে 502 Error দেখা যাচ্ছিল। তবে গুগল মিট অ্যাপ কাজ করছিল।
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile