আগামী সপ্তাহে ভারতে আসছে OnePlus 15 স্মাটফোন, কেমন হবে দাম, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সহ বাকি ফিচার জানুন

HIGHLIGHTS

OnePlus 15 স্মার্টফোনটি ভারতে 13 নভেম্বর 2025 লঞ্চ করা হবে

ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করবে

ওয়ানপ্লাস 15 স্মার্টফোনে থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ

আগামী সপ্তাহে ভারতে আসছে OnePlus 15 স্মাটফোন, কেমন হবে দাম, ক্যামেরা, ব্যাটারি, ডিসপ্লে সহ বাকি ফিচার জানুন
Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ওয়ানপ্লাস 15 স্মার্টফোনের নিশ্চিত স্পেসিফিকেশ থেকে লিক ফিচার সম্পর্কে সমস্ত কিছু ওয়ানপ্লাস 15 ফোনের বিষয় জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: শক্তিশালী মিডিয়াটেক প্রসেসর এবং ডুয়াল রিয়ার ক্যামেরা সহ Vivo ভারতে আনল 6000mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন

OnePlus 15 স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ফিচার

ফিচারের কথা বললে, ওয়ানপ্লাস 15 স্মার্টফোনটি কোয়ালকম এর Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে কাজ করবে। এছাড়া ওয়ানপ্লাস ফোনে থাকবে G2 গেমিং নেটওয়ার্ক চিপ, যা কোনো বাধা ছাড়াই ফোনে হেভি গেম খেলা যাবে।

ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস 15 স্মার্টফোনে থাকবে 50 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ। সাথে এটি OxygenOS 16 অপারেটিং সিস্টামের চলবে যা Android 16 এর উপর কাজ করে।

এছাড়া ওয়ানপ্লাস 15 ফোনটি 6.78 ইঞ্চি ডিসপ্লে সহ 165Hz রিফ্রেশ রেট সহ আসতে পারে। সাথে পাওয়ার দিতে ওয়ানপ্লাস 15 ফোনে 7300mAh ব্যাটারি দেওয়া হবে যা 120W Super Flash ওয়্যারড চার্জিং এবং 50W ওয়্যারলেস ফ্ল্যাশ চার্জ সাপোর্ট করবে।

ভারতে কত হবে ওয়ানপ্লাস 15 ফোনের দাম কত হবে

দামের কথা বললে, ওয়ানপ্লাস 15 ফোনের বিষয় এখনও কিছু জানা যায়নি। তবে লিক অনুযায়ী, ওয়ানপ্লাস 15 ফোনটি 65000 টাকা থেকে 75000 টাকার মাঝামাঝি হতে পারে। লঞ্চের আগেই নিশ্চিত হয়ে গেছে যে নতুন ওয়ানপ্লাস 15 ফোনের বিক্রি Amazon সাইট এবং ওয়ানপ্লাস অনলাইন স্টোর থেকে করা হবে।

আরও পড়ুন: Motorola এর 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা সহ ফোন হল সস্তা, জানুন নতুন দাম কত

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo