20 অক্টোবর আসবে iQOO এর দুর্দান্ত স্মার্টফোন, থাকবে শক্তিশালী প্রসেসর সহ 7000mAh ব্যাটারি
আইকু এর নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন বাজারে লঞ্চ করতে চলেছে। এই আপকামিং স্মার্টফোনটি iQOO 15 নামে আসবে। কোম্পানি এই ফোনের লঞ্চ তারিখ প্রকাশ করে গ্রাহকদের মধ্যে জল্পনা বাড়িয়ে দিয়েছে। আইকিউ ১৫ ফোনটি চীনে 20 অক্টোবর লঞ্চ হবে। আইকিউ জানিয়েছে যে ফোনের বিক্রি লঞ্চের দিনেই শুরু হয় যাবে। রিপোর্ট অনুযায়ী, কোম্পানি এই ফোনে 50 মেগাপিক্সেল এর তিনটি ক্যামেরা দিতে চলেছে। এছাড়া এই ফোনে Snapdragon 8 Elite Gen 5 চিপসেটে পাওয়া যাবে।
SurveyiQOO 15 ফোনের ফিচার এবং স্পেসিফিকেশন কেমন হবে
কোম্পানি এই ফোনে 6.85 ইঞ্চি 2K স্যামসাং ফ্ল্যাট স্ক্রিন ডিসপ্লে অফার করবে। এই ডিসপ্লে 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে যা 508 PPI সাপোর্ট করবে। এতে ডলবি ভিসন সাপোর্ট পাওয়া যাবে। ডিসপ্লের টাচ স্যাম্পলিং রেট 3200Hz হবে। দুর্দান্ত গেমিং এক্সপেরিয়েন্সের জন্য এতে কোম্পানি Q3 চিপসেটও দেবে, যা 144 fps সহ 2K রেজোলিউশন অফার করবে।
আরও পড়ুন: Samsung এর ধামাকা অফার, 14500 টাকার বেশি সস্তা হল এই 5G স্মার্টফোনের দাম
কোম্পানি নিশ্চিত করেছে যে আইকিউ ১৫ ফোন স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৫ প্রসেসর সহ আসবে। চিপস্টার চ্যাট স্টেশন অনুযায়ী ফোনে কোম্পানি ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিতে চলেছে। এতে 50 মেগাপিক্সেল মেইন লেন্স সহ একটি 50 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-এঙ্গেল এবং একটি 50 মেগাপিক্সেল পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা রয়েছে যা 100x জুম অফার করবে।
অপারেটিং সিস্টেম হিসেবে, এই ফোন Android 16 ভিত্তিক originOS 6 আউট অফ দ্য বক্সে কাজ করবে। নতুন আইকিউ ১৫ ফোনটি ওয়াটারপ্রুফ বড় সহ আসতে পারে। পাওয়ার দিতে আইকিউ ১৫ ফোনে 7000mAh ব্যাটারি থাকবে যা 100W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই ফোন ওয়্যারলেস চার্জিংও অফার করতে পারে। দুর্দান্ত সাউন্ড কোয়লিটির জন্য ফোনে আপনি সিম্মেট্রিকল ডুয়াল স্পিকার দেখা যেতে পারে।
আরও পড়ুন: বাড়িতেই তৈরি হয় যাবে সিনেমা থিয়েটার, 60 হাজারের বেশি ছাড়ে ডলবি অ্যাটমস সহ Soundbar
Joyeeta Bhattacharya
Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit. View Full Profile